বোকারো স্টিল প্লান্টে অভিজ্ঞ এবং দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য কর্মী বাছাই করার দায়িত্ব নিয়েছে ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড। রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে কর্মী নিয়োগের জন্য একটি ইন্টারভিউ নেওয়া হবে। মোট শূন্যপদ ১৫টি। রইল তার বিশদ তথ্য।
বোকারো স্টিল প্লান্টে সেফটি অফিসার, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। সেফটি অফিসার পদে ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে তাঁদের ওই পদে পূর্বে কোনও স্টিল প্লান্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা ইঞ্জিনিয়ার পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের পাঁচ থেক দশ বছর কোনও স্টিল প্লান্টে ক্রেন ম্যানেজমেন্ট, এবিবি ড্রাইভস-এর মতো বিশেষ বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহীদের ২৬ সেপ্টেম্বর বোকারো-তে ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর ওয়েবসাইটে দেওয়া ঠিকানাতে ওই দিন জীবনপঞ্জি, আধার কার্ড, ছবি, কর্মজীবন এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি নিয়ে উপস্থিত থাকা দরকার।