স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওই প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
উল্লিখিত পদে মেকানিক্যাল, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও প্রার্থীদের ক্যাড/ক্যাম, মেকানিক্যাল মেকানিজ়ম, স্ট্রাকচারাল ডিজ়াইন, সলিড মেকানিক্সে দক্ষ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তকে প্রতি মাসে ৩০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। দু’বছরের চুক্তিতে তাঁর কাজ চলবে। আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ২৮ সেপ্টেম্বর। এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইট মারফত একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে।