সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (সিবিআই) কর্মী নিয়োগ। এই মর্মে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, দেশের পূর্বাঞ্চলের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
ব্যাঙ্কে বিজ়নেস করেসপন্ডেন্ট সুপারভাইজ়ার পদে এই নিয়োগ। শূন্যপদের সংখ্যা চার। নিযুক্তদের পোস্টিং হবে ভুবনেশ্বরে। চুক্তিভিত্তিক এই পদে চাকরির মেয়াদ থাকবে এক বছর। প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীরা অবসরপ্রাপ্ত হলে তাঁদের বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নতুন এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ১৫ এবং ১২ হাজার টাকা। এ ছাড়াও অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ দেওয়া হবে।
আরও পড়ুন:
নবীনদের ক্ষেত্রে প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। থাকতে হবে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত জ্ঞানও। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৮ জুলাই আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিশদে জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে।