দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীন এই প্রতিষ্ঠানের তরফে ছ’টি পদে কর্মী নিয়োগ করা হবে।
প্রজেক্ট অ্যাসিট্যান্ট, প্রজেক্ট জুনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। উল্লিখিত পদে রোবোটিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
তবে, উল্লিখিত বিষয়ে স্নাতকরাও আবেদনের সুযোগ পেতে পারেন। নিযুক্তদের বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২০ হাজার থেকে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য তাঁদের সিএমইআরআই-এর লুধিয়ানার সেন্টার অফ এক্সিলেন্স ফর ফার্ম মেশিনারি-তে উপস্থিত হওয়া প্রয়োজন। ১৯ সেপ্টেম্বর ইন্টারভিউ নেওয়া হবে।