চিকিৎসক নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি এমনটা জানিয়ে সংস্থার ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় অস্থায়ী ভাবে নির্দিষ্ট মেয়াদের জন্য কাজের সুযোগ মিলবে। প্রার্থীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
সংস্থায় পার্ট টাইম মেডিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কর্মস্থল হবে রাঁচিতে, সংস্থার কার্যালয়ে। সপ্তাহে এক দিন দু’ঘণ্টা কাজের দায়িত্ব থাকবে নিযুক্ত চিকিৎসকের। প্রাথমিক ভাবে তাঁর কাজের মেয়াদ হবে ছ’মাস। এর পর সর্বাধিক তিন বছর বছর পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তিকে ঘণ্টা পিছু ২,৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। এ ছাড়াও মিলবে অন্যান্য খরচ।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমা রাখা হয়নি। তবে তাঁদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রির পাশাপাশি দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহীদের আগামী ১৬ জুন বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। আগ্রহীদের ওই দিন আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সেখানে সকাল ১১টার মধ্যে উপস্থিত হতে হবে।এই বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।