বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যালের ডিগ্রি থাকলে গবেষণার কাজের সুযোগ মিলবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি)-এ। প্রকল্পে অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে। এ জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে।
প্রতিষ্ঠানের স্কুল অফ কমিউনিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গবেষণার কাজ হবে। প্রকল্পের নাম—‘এনহ্যান্সমেন্ট অফ আয়রন বায়োঅ্যাভেলিবিলিটি থ্রু দ্য সিনারজিক এফেক্টস অফ সোয়া অ্যান্ড মিলেট-বেসড জ়ায়লো অলিগোস্যাকারাইডস ফর্টিফায়েড নন-ডেয়ারি ইয়োগার্টস’। গবেষণার জন্য অর্থ জোগান দেবে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অ্যাস্পায়ার স্কিম।
প্রকল্পে একজন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। তাঁকে ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত গবেষণার কাজ করতে হবে। প্রথম দু’বছরে তাঁর সাম্মানিকের পরিমাণ হবে মাসে ৩৭,০০০ টাকা। তৃতীয় বছরে তা বেড়ে হবে ৪২,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। থাকতে হবে বিএস, বিফার্ম, এমবিবিএস, ইন্টিগ্রেটেড বিএস-এমএস, এমএসসি, বিই, বিটেক বা সমতুল ডিগ্রিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে গেট বা নেট-এও।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৩ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আরও পড়ুন:
-
এনবিইএমএস-র সিদ্ধান্তে কৃত্রিম মেধা অন্তর্ভুক্ত হচ্ছে মেডিক্যালে, কী বলছেন চিকিৎসকেরা?
-
কোচবিহার জেলায় কর্মী প্রয়োজন, আবেদন জানাতে হবে অনলাইন ও অফলাইনে, কবে থেকে শুরু?
-
স্নাতকে ভর্তির প্রবেশিকা কুয়েট মে মাসে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করল এনটিএ
-
চুক্তিভিত্তিক গবেষক খুঁজছে কল্যাণীর এনআইবিএমজি, সাম্মানিক মাসে ৬৭ হাজার টাকা