ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরা গবেষক হিসাবে কাজের সুযোগ পেতে পারেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর এমন ব্যক্তিদের কাজের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানের সেন্টার ফর হেলথকেয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটি গবেষণা প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, পদার্থবিদ্যা, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স— এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
রাজ্যের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি-র অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তকে ৩৬ মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২৫ হাজার টাকা দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হওয়া আবশ্যক। তবে, মহিলা, তফশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। ২৩ জুলাই আবেদনের শেষ দিন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য শিবপুরের শিক্ষা প্রতিষ্ঠানে ডেকে নেওয়া হবে। আবেদন এবং নিয়োগ সংক্রান্ত শর্তাবলি বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট (iiests.ac.in) থেকে দেখে নেওয়া প্রয়োজন।