রাজ্যের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সার্জারি অ্যান্ড রেডিয়োলজি বিভাগের গবেষণা প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট কাজে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি-র মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
চুক্তির ভিত্তিতে নিযুক্তকে ২০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত বহাল রাখা হবে। কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অর্থপুষ্ট প্রকল্পে বিশ্ববিদ্যালয় গবেষণা করছে। সেই মতোই নিযুক্তকে ২৫ হাজার টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। একই সঙ্গে বাড়ি ভাড়া বাবদ আরও ভাতা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য রাজ্যের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে। সঙ্গে জীবনপঞ্জি এবং অন্যান্য নথি রাখা আবশ্যক। ১৮ জুলাই ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (wbuafscl.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।