শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-এ কর্মখালি। সম্প্রতি সে সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানে ‘গ্রুপ-এ’ পদমর্যাদায় কাজের সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার পদে। শূন্যপদ একটি। নিয়োগের পর প্রথম এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে নিযুক্ত ব্যক্তিকে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির বেতনকাঠামো হবে মাসে ৩৭,৪০০-৬৭,০০০ টাকা।
আরও পড়ুন:
সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার পদে আবেদন জানাতে প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক-এ ফার্স্ট ক্লাস থাকতে হবে। একই সঙ্গে প্রয়োজন পেশাগত অভিজ্ঞতার। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত তথ্য-সহ আবেদন জানাতে হবে। আগামী ২০ জুন আবেদনের শেষ দিন। এর পর স্ক্রিনিং টেস্ট/ প্রেজ়েন্টেশন/ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।