গবেষণামূলক কাজের জন্য কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। প্রতিষ্ঠানে গবেষণার জন্য অর্থ সাহায্য করছে একটি বেসরকারি সংস্থা।
প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। ‘হাই ফ্রিকোয়েন্সি ফুললি ইন্টিগ্রেটেড স্টেপ-ডাউন পাওয়ার ম্যানেজমেন্ট কনভার্টার’ শীর্ষক এই প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে বেসরকারি সংস্থা স্টেমিক্রোইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড।
প্রকল্পের জন্য এক জন জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) প্রয়োজন। তাঁকে দু’বছর প্রকল্পের কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাঁকে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
আরও পড়ুন:
-
প্রকাশিত ক্যাট-এর ফলাফল, কোন রাজ্য থেকে, কত জন ১০০ পার্সেন্টাইল পেয়েছেন?
-
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এ ৪০০ জন শিক্ষানবিশের খোঁজ, কর্মস্থল কলকাতা, শিলিগুড়ি-সহ অন্যত্র
-
মেডিক্যালের স্নাতকোত্তরের কাউন্সেলিং সূচি প্রকাশ এনএমসি-র, কতদিন চলবে গোটা প্রক্রিয়া?
-
স্নাতক হোন বা দশম উত্তীর্ণ, সুযোগ রয়েছে রেল-এ চাকরির! কোন পদে, কোন যোগ্যতায় করা যায় আবেদন?
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়স ২৮ বছরের কম হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা এমটেক থাকতে হবে। উত্তীর্ণ হতে হবে সিএসআইআর নেট বা গেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়। বাকি শর্ত মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ৫ জানুয়ারি আবেদনের শেষ দিন।
আরও পড়ুন:
-
ডব্লিউবিএনইউজেএস-এ খোঁজ চলছে গবেষকের, কোন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে?
-
এনআইএফটি থেকে ডিজ়াইনিং পড়ার জন্য প্রবেশিকা! যোগ হল আরও দু’টি পরীক্ষাকেন্দ্র
-
রাইটস লিমিটেড-এ উচ্চপদস্থ কর্মীর খোঁজ, কর্মস্থল হতে পারে দেশের বিভিন্ন শহরে
-
২০২৬-এ নিট ইউজি দেবেন! পাঠ্যক্রম অপরিবর্তিতই, ঘোষণা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের