ইঞ্জিনিয়ারদের নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ দু’টি।
ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই প্রকল্পে কাজের সুযোগ পাবেন। তাঁদের বৈধ গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকতে হবে।
আরও পড়ুন:
মোট চার মাসের চুক্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে তাঁদের পারিশ্রমিক হিসাবে ৪৫,৬৫০ টাকা দেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে আইআইটি গুয়াহাটির বিশেষজ্ঞ কমিটি।
তার আগে আগ্রহীরা ই-মেল মারফত ১৩ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন।