রাজ্যের অন্যতম নামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ। প্রশাসনিক পদে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতা। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর জন্য চাকরিপ্রার্থীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে ডেপুটি চিফ এগজ়িকিউটিভ (অ্যাডমিনিস্ট্রেশন) পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির বেতন কাঠামো হবে মাসে ৭৮,৮০০-২,০৯,২০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধাও।
আরও পড়ুন:
চাকরিপ্রার্থীদের যে কোনও বিষয়ে ব্যাচেলার ডিগ্রি বা ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, সরকারি বা স্বশাসিত সংস্থা বা নামী অ্যাকাডেমিক বা গবেষণা সংস্থায় প্রশাসনিক পদে চাকরির ১০ বছরের অভিজ্ঞতা থাকাও জরুরি। প্রয়োজন সরকারি নিয়মকানুন সম্পর্কিত জ্ঞান এবং অন্যান্য দক্ষতারও, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।