ইসরোতে চাকরির সুযোগ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে কর্মী নিয়োগ করা হবে। সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার পদে কর্মখালি রয়েছে। মোট শূন্যপদ ৩১। পদের নিরিখে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
সায়েন্টিস্ট/ ইঞ্জিনিয়ার পদের জন্য রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, জিয়োইনফরমেটিক্স, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, হাইড্রোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিদ্যা, ম্যাথমেটিক্স, আরবান প্ল্যানিং, জিয়োলজি, উদ্ভিদবিদ্যা, ইকোলজি, ফরেস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
তাঁদের ফরেস্ট্রি অ্যান্ড ইকোলজি, জিয়োইনফরমেটিক্স, জিয়োলজি, জিয়োফিজ়িক্স, আরবান স্টাডিজ়, ওয়াটার রিসোর্সেস বিভাগে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৮৫ হাজার টাকা ৮৩৩ টাকা বরাদ্দ করা হয়েছে। কলকাতা, নাগপুর, মুম্বই, নয়া দিল্লি-সহ বিভিন্ন শহরে নিযুক্তদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইনে আবেদনপত্র ৩০ মে পর্যন্ত জমা দেওয়া যাবে। পরীক্ষার জন্য যে প্রার্থীদের বেছে নেওয়া হবে, তাঁদের সঙ্গে প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।