পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনে কর্মখালি। কমিশনের তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন আর্কিটেক্ট কিংবা কনসালট্যান্টদের নিয়োগ করা হবে। তবে, শূন্যপদ সম্পর্কে কোনও তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
কমিশনের তরফে ঐতিহ্যবাহী ভবন রক্ষণাবেক্ষণ, সংস্কারের কাজে তিন বছর থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ছাড়াও তাঁদের ঐতিহ্যবাহী স্থান এবং ভবনের ব্যবস্থাপনা সম্পর্কিত কাজের দক্ষতা থাকা প্রয়োজন। আর্কিটেক্ট কিংবা কনসালট্যান্ট হিসাবে তাঁদের কাউন্সিল অফ আর্কিটেকচার কিংবা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সে নাম নথিভুক্ত থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তদের নির্দিষ্ট প্রকল্পের কাজে বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কমিশনের নিয়মানুসারে বেতন মিলবে। আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে ডাকযোগে।
আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্র, নাম নথিভুক্তকরণের নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৩ মে। এই বিষয়ে আরও জানতে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ওয়েবসাইটে ‘এগিয়ে বাংলা’-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।