রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার বিভিন্ন বিভাগের জন্য এই নিয়োগ। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়াটিই অনলাইনে সম্পন্ন হবে।
সংস্থায় মোট পাঁচটি পদমর্যাদায় কাজের সুযোগ মিলবে। সেগুলি হল— অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-টেকনিক্যাল, ডেপুটি ম্যানেজার-টেকনিক্যাল নেটওয়ার্ক, ডেপুটি ম্যানেজার-টেকনিক্যাল সিগন্যালিং, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-মার্কেটিং এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ফিন্যান্স। মোট শূন্যপদের সংখ্যা ৪৮। নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে দেশের যে কোনও অঞ্চলে।
আরও পড়ুন:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদের জন্য প্রার্থীদের বয়ঃসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ২১-২৮ বছর এবং ২১-৩০ বছর। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে যথাক্রমে ৩০,০০০-১,২০,০০০ টাকা এবং ৪০,০০০-১,৪০,০০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-টেকনিক্যাল পদে ইলেক্ট্রনিক্স বা সম্পর্কিত ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে ডিপ্লোমা অথবা ইলেক্ট্রনিক্সে এমএসসি ডিগ্রি এবং পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা জরুরি। একই ভাবে বাকি পদগুলিতে আবেদনের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তার আগে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ সমস্ত নথি জমা দিতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদন মূল্যের পরিমাণ যথাক্রমে ৬০০ টাকা এবং ১,২০০ টাকা। আগামী ৩০ জুন আবেদনের শেষ দিন।