বীরভূম জেলায় কাজের সুযোগ। সম্প্রতি সেই মর্মে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে,রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের অধীনস্থ সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভিল্যান্স (এসএইচডিএস)-এর অধীনস্থ এই সংস্থার বীরভূম পপুলেশন প্রজেক্টে কাজের সুযোগ মিলবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
সংস্থায় নিয়োগ হবে ফিল্ড মনিটর পদে। শূন্যপদ তিনটি। নিযুক্তদের পোস্টিং হবে সিউড়িতে সংস্থার কার্যালয়ে। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁর কাজ এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৬,০০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ন্যূনতম পাঁচ বছর ফিল্ড মনিটরিং, ডেটা কালেকশন বা সার্ভে সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার বিভিন্ন মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসএসকেএম হাসপাতালে আগামী ১ জুলাই নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল ১০টা থেকে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে উল্লিখিত স্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট দেখে নিতে হবে।