নার্সিং নিয়ে পড়েছেন, কিছুদিন সংশ্লিষ্ট পেশার যুক্তও ছিলেন, এখন হয়তো চাকরির খোঁজে। এ বার খোঁজ নিতে পারেন পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। চাকরির সুযোগ রয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চাকরিপ্রার্থীরা এর জন্য অফলাইনে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের জন্য মহিলা নার্স নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। বিজ্ঞপ্তিতে কোথাও আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় বয়ঃসীমার উল্লেখ করা হয়নি। জানানো হয়েছে, নিযুক্তকে বিশ্ববিদ্যালয় নির্ধারিত নিয়ম মেনে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে কাজের জন্য আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। যাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম)-এর ডিগ্রি রয়েছে, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি মোতাবেক আগ্রহীদের ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন মূল্য ৪০০ টাকা। আগামী ১৬ জুন আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।