Advertisement
E-Paper

‘দেশ সবার আগে, সরকারের উপর ভরসা আছে’, পাক শিল্পীদের নিষিদ্ধ ঘোষণার দাবিতে সরব অমিত

সংগঠনের সাধারণ সম্পাদক অশোক দুবে দাবি করেছেন, পাক শিল্পীদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে। এই দাবির সঙ্গে সহমত অভিনেতা অমিত সাধ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১২:৩৭
Bollywood actor Amit Sadh reacted to the ban on Pakistani artists

পাক শিল্পীদের নিষিদ্ধের দাবিতে অমিত সাধও? ছবি: সংগৃহীত।

গত ২২ এপ্রিল পহেলগাঁও-এ ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার পর ত্রস্ত দেশের মানুষ। ঘটনার দায় স্বীকার করেছে লশকর-এ-ত্যায়বা। তাই ফের পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই)। এই সংগঠনের সাধারণ সম্পাদক অশোক দুবে দাবি করেছেন, পাক শিল্পীদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে। এই দাবির সঙ্গে সহমত অভিনেতা অমিত সাধ। এই মুহূর্তে তিনি আসন্ন ছবি ‘পুণে হাইওয়ে’ নিয়ে ব্যস্ত। সম্প্রতি ছবির প্রচারে গিয়ে পহেলগাঁও নিয়ে মন্তব্য করলেন তিনি। অমিতের মতে, সবার উপরে দেশ।

সাক্ষাৎকারে তিনি বলেন, “সবার উপরে দেশ। আমি সরকারের উপর আস্থা রাখি। যাঁরা দেশ চালাচ্ছেন তাঁদের উপর আমার ভরসা রয়েছে। ওঁদের সিদ্ধান্তের উপরেও বিশ্বাস রয়েছে। জীবনের কিছু ক্ষেত্রে ঠিক বা ভুল বলে কিছু হয় না। দেশের জন্য কী পদক্ষেপ করা জরুরি তা সরকার বুঝেই যা করার করবে।”

পাক অভিনেতা ফওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এই ছবি যাতে মুক্তি না পায়, সে জন্য ছবির প্রযোজক বিবেক আগরওয়ালকেও চিঠি পাঠিয়েছেন (এফডব্লিউআইসিই)। আগামী ৯ মে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। এরই মধ্যে ছবি বয়কট করার দাবিও উঠেছে। যদিও পাক অভিনেতা নিজে এই ঘটনার নিন্দায় মুখ খুলেছেন সমাজমাধ্যমে। ফওয়াদ বলেছেন, “পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে আমি ভারাক্রান্ত। প্রার্থনা করছি নিহতদের পরিবারের জন্যে। আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তাঁরা যেন এই কঠিন পরিস্থিতিতে শক্তি খুঁজে পান।” ছবিতে ফওয়াদের বিপরীতে রয়েছেন বাণী কপূর। তিনিও রোষানলে পড়েছেন।

Amit Sadh Pahalgam Fawad Khan Mahira Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy