কিছু পুরুষ শুধুই নারীশরীর নিয়ে আলোচনা করেন। এমনকি নারীদের স্পর্শ করে কথা বলতেও তাঁদের বাধে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করলেন অমৃতা রাও। কিন্তু কেন?
জীবনসঙ্গী নির্বাচনে অনেক সময় ভুল করেন মহিলারা। পরে গিয়ে অনুতাপ করেন। মনে করেন অমৃতা। তাই কেমন পুরুষকে কাছে রাখতে হয় আর কেমন পুরুষকে এড়িয়ে যেতে হয়, সেই পরামর্শ দিলেন ‘বিবাহ’-খ্যাত অভিনেত্রী। অমৃতা বলেন, “পুরুষটি যেন সহজ সরল হয়। সে আপনাকে ভালবাসে ও শ্রদ্ধা করেন কিনা, সেটাই জরুরি। সে কিন্তু আপনাকে সবসময় স্পর্শ করে কথা বলবে না। হয়তো সামান্য কাঁধে হাত রাখতে পারে। সেটাও শ্রদ্ধাশীল ভঙ্গিতে। পুরুষের স্পর্শ কেমন, সেটা সব মেয়েরাই বুঝতে পারে।”
অমৃতার মতে সম্পর্কে শ্রদ্ধা সবচেয়ে জরুরি বিষয়। কোন পুরুষ মোটেই সঙ্গী হিসাবে ভাল নয়, জানান অমৃতা। তিনি বলেন, “কিছু পুরুষ এমনিতেই খুব খারাপ ও বিষাক্ত ধরনের হয়। মহিলাদের সম্মান করতে পারে না তারা। যে ভাবে মহিলাদের সঙ্গে তারা কথা বলেন, তা একেবারেই শ্রদ্ধাশীল নয়। এরা সবসময় মহিলাদের শরীর নিয়ে আলোচনা করে। তাদের চোখে, মহিলাদের নিয়ে আলোচনা মানেই যৌনতার কথা। এই ধরনের পুরুষ সত্যিই খারাপ। এদের থেকে সব সময় দূরে থাকা উচিত।”
আরও পড়ুন:
উল্লেখ্য, ‘ম্যায় হুঁ না’ ছবিতেও অভিনয় করেছিলেন অমৃতা। তবে সেই চরিত্রের প্রস্তাব তাঁর কাছে হঠাৎই এসেছিল। এই চরিত্রের জন্য নাকি প্রথমে চূড়ান্ত হয় আয়েশা টাকিয়ার নাম। কিন্তু শুটিং শুরুর সপ্তাহ দুই আগে নাকি ছবি থেকে সরে যান অভিনেত্রী। অবশেষে শুটিং শুরুর আগে অমৃতার দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা। অভিনয়ের জন্য পরে প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী।