Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৩
Deepika Padukone

Deepika Padukone and Katrina Kaif: এই ছবিতে দীপিকা এবং ক্যাটরিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে?

বলিউড এবং রণবীর কপূর ছাড়াও দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কইফের মধ্যে আরও এক যোগসূত্র রয়েছে।

দীপিকা এবং ক্যাটরিনাকে চেনা যাচ্ছে?

দীপিকা এবং ক্যাটরিনাকে চেনা যাচ্ছে?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১২:৪৬
Share: Save:

বলিউড এবং রণবীর কপূর ছাড়াও দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কইফের মধ্যে আরও এক যোগসূত্র রয়েছে। মডেলিং। জীবনের শুরুতে বিভিন্ন র‌্যাম্পে একসঙ্গে হেঁটেছেন তাঁরা। সেই সময়ের এক অদেখা ছবিতে ধরা দিলেন বলিউডের দুই তারকা।

শুক্রবার প্রাক্তন মডেল এবং অভিনেতা মার্ক রবিনসন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন। টমি হিলফিগারের ফ্যাশন শো-তে যাঁরা র‌্যাম্পে হেঁটেছিলেন, সেই ১৫ জনকে একসঙ্গে ফ্রেমবন্দি করা হয়েছিল। কেবল দীপিকা বা ক্যাটরিনা নন, চেনামুখের তালিকায় রয়েছেন, সোফি চৌধরি, তরুণ অরোরা প্রমুখ।

ছবির একেবারে ডান দিকে পিছনে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা। কালো রঙের ক্রপ টপের সঙ্গে জিনস পরে পকেটে হাত দিয়ে দীপিকা। তাঁর সামনে কোঁকড়া চুলে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে। ‘শীলা’-র পরনে সোয়েটশার্ট এবং ঢোলা প্যান্ট।

কিন্তু খ্যাতিলাভের পরে তাঁদের সম্পর্ক আর স্বাভাবিক থাকেনি। বলিপাড়ার দাবি, দীপিকার সঙ্গে রণবীরের বিচ্ছেদের মূল কারণ ক্যাটরিনা। দ্বিতীয় জনের প্রেমে পড়েছিলেন বলেই নাকি দীপিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ঋষি-পুত্র। যদিও রণবীর, দীপিকা বা ক্যাটরিনা, কেউই সেই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কিন্তু ‘কফি উইদ কর্ণ’-এর একটি পর্বে ক্যাটরিনাকে নিয়ে প্রশ্ন করলে দীপিকার নীরব প্রতিক্রিয়া সেই গুজবেই সিলমোহর দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE