Deepika Padukone Will Be 'Young Forever,' Says Her Trainer dgtl
ও কোনওদিন বুড়ো হবে না, দীপিকা সম্পর্কে এমন সার্টিফিকেট কার?
কাজের প্রতি দীপিকার অনুরাগের কথা বি-টাউনে বেশ চর্চিত। ফিটনেসের ব্যাপারেও তিনি বেশ সচেতন। আর হবেন না-ই বা কেন? এক সময় যে রীতিমতো ব্যাডমিন্টনের ময়দান দাপিয়ে বেড়িয়েছেন ‘পদ্মাবতী’!
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩২
দীপিকা পাড়ুকোন।
কালো রঙের জিমস্যুটে ঘাম ঝরাচ্ছেন দীপিকা। পাশে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন জিম ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। অক্ষরে অক্ষরে সমস্ত আদেশ পালন করছেন ‘পিকু’। সম্প্রতি দীপিকার শরীরচর্চার এমনই এক ভিডিয়ো সোশ্যাল সাইটে আপলোড করেছেন তাঁর জিম ইনস্ট্রাক্টর ইয়াসমিন।
ওই ছবির ক্যাপশনে জার্মান ফিজিকাল ট্রেনার জোসেফ পিলেটস-এর একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি লেখেন,‘দীপিকার শিরদাঁড়ার মুভমেন্ট দেখে এ কথা বলাই যায়, ও সারাজীবন ইয়ং থাকবে, কোনও দিন বুড়ো হবেনা। আপনাদের কী মত?’ ৩৩ বছরেও তাঁর ফিটনেস হার মানাতে পারে যে কোনও টিনএজারকে,জানালেন ইয়াসমিন।
কাজের প্রতি দীপিকার অনুরাগের কথা বি-টাউনে বেশ চর্চিত। ফিটনেসের ব্যাপারেও তিনি বেশ সচেতন। আর হবেন না-ই বা কেন? এক সময় যে রীতিমতো ব্যাডমিন্টনের ময়দান দাপিয়ে বেড়িয়েছেন ‘পদ্মাবতী’!