২ জুন থেকে নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন তথাগত মুখোপাধ্যায়। ছবির নাম, ‘মদ ছাড়ান গোপনে’। একটি রাতের ঘটনাকে কেন্দ্র করে ছবির চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। মধ্যরাতের উত্তর কলকাতার অলিগলি ফ্রেমবন্দি করছেন পরিচালক। ‘ওয়ান শট’ ছবি। তাই বেশ বড় চ্যালেঞ্জ। এক দিকে চলছে রোল ক্যামেরা, লাইট, অ্যাকশন অন্য দিকে চলছে অনলাইন সম্পাদনা। কেউ কলাকুশলীদের পোশাক সামলাচ্ছেন। ব্যস্ততা তুঙ্গে। কারওর নিশ্বাস ফেলার সুযোগ নেই। সবই আছে, সবই হচ্ছে। শুধু সঙ্গে নেই দেবলীনা। দেবলীনা দত্ত, যাঁকে ছাড়া একটা সময় তথাগতর বিন্দুমাত্র চলত না। তাঁর প্রথম ছবি ‘ভটভটি’র সেটে গিয়েও ঠিক তেমনই চিত্র দেখা গিয়েছিল। সবকিছু দেবলীনার তত্ত্বাবধানেই চলত।