Advertisement
E-Paper

সানি-ডিম্পলের প্রেম নিয়ে অমৃতা সিংহ বলেছিলেন, পছন্দসই ক্রিম কেক পেয়েছেন ডিম্পল!

৬৩-তেও ডিম্পল আগের মতোই ঝাঁঝালো, রোম্যান্টিক, ভিন্ন ধারার সৌন্দর্যে আকর্ষণীয়। তাঁর  জন্মদিন এলেই তাঁকে মনে পড়ার পাশাপাশি অনুরাগীদের মনে পড়ে যায় সানি-ডিম্পলের অসম প্রেমের গল্প। আজও যা মোস্ট হ্যাপেনিং!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ১৭:০২
এক সময় তাঁদের প্রেম নিয়ে উত্তাল ছিল বলিউড।

এক সময় তাঁদের প্রেম নিয়ে উত্তাল ছিল বলিউড।

৬৩-তেও ডিম্পল আগের মতোই ঝাঁঝালো, রোম্যান্টিক, ভিন্ন ধারার সৌন্দর্যে আকর্ষণীয়। তাঁর জন্মদিন এলেই তাঁকে মনে পড়ার পাশাপাশি অনুরাগীদের মনে পড়ে যায় সানি-ডিম্পলের অসম প্রেমের গল্প। আজও যা মোস্ট হ্যাপেনিং!


প্রেমের চোরাবালিতে ৩০ বছর পরেও ডুবে আছেন তাঁরা। সানি দেওল যুক্তি-বুদ্ধির ধার ধারেননি। কিন্তু বিবাহিত সানি সম্বন্ধে ‘ববি’র যুক্তি, “বিয়ে হয়েছে তো কী? আমিও তো বিবাহিত। দুই মেয়ের মা।” এই মন্তব্যে ডিম্পল বোঝাতে চেয়েছিলেন, সব জেনে সানি দিওল যদি ডিম্পল কাপাডিয়াকে গ্রহণ করতে পারেন, ডিম্পল পারবেন না কেন?
তখন সানির প্রথম ছবি ‘বেতাব’ মুক্তি পেয়েছে। আটের দশকের সেই ছবি শুরুতেই সুপারহিট। সানির সঙ্গে অমৃতা সিংয়ের জুটি দর্শকদের মনপসন্দ। শুটিং করতে করতে অমৃতার মনও রঙিন সানি-সান্নিধ্যে। ঠিক সেই সময় সামনে এল খবরটা, সানি বিবাহিত। লন্ডনবাসিনী পূজা তাঁর স্ত্রী। শুনেই ঝটপট নিজেকে গুটিয়ে নিলেন বুদ্ধিমান অমৃতা। সানিকে এড়াতে পারলেন না ডিম্পল কাপাডিয়া। ফলে, প্রেমের বন্যায় হাবুডুবু খেতে লাগলেন দুজনে।


ডিম্পল তখনও তাঁর থেকে ১৫ বছরের বড় রাজেশ খন্নার ঘরনি। সেই বিয়ে রীতিমতো বইতে হচ্ছিল তাঁকে, কারণ রাজেশের সঙ্গে তাঁর নিত্য ঝামেলা। প্রেম জানলা দিয়ে পালিয়েছে বিয়ের বছর দুয়েকের মধ্যেই। তাই সানি যেই এলেন ডিম্পল যেন বেঁচে থাকার টাটকা অক্সিজেন পেলেন। আঁকড়েও ধরলেন নতুন প্রেমকে। যদিও পুরোটাই চলছিল গোপনে। কিন্তু গোপন কথাটি কি বেশিদিন থাকে গোপনে? লুকোচুরির এই প্রেম ফাঁস করে দিলেন অমৃতা সিংহ এক সাক্ষাৎকারে। হয়তো নিজের না পাওয়ার জ্বালা ভুলতে, হয়তো প্রতিশোধ নিলেন অমৃতা।
কী বলেছিলেন সেই সাক্ষাৎকারে অমৃতা?
তিনি সরাসরি আঙুল তুলেছিলেন ডিম্পলের দিকেই, ‘পছন্দসই ক্রিম কেক পেয়েছেন ডিম্পল। আর ছাড়েন! মনের সুখে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন। সানিরও আমার বদলে নতুন গার্ল ফ্রেন্ড দরকার ছিল। পেয়ে গেছেন। দু’জনেই খুশি।‘

অমৃতা সিংহ একবার বলেছিলেন, ‘পছন্দসই ক্রিম কেক পেয়েছেন ডিম্পল'

অমৃতার কথা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল বলিউডে। ঘর ভাঙল রাজেশ-ডিম্পলের। ডিম্পলের কোনও আক্ষেপ নেই। তিনি আর পারছিলেন না বলেই তো হাত ধরেছিলেন সানির! দুই মেয়ে টুইঙ্কল আর রিঙ্কি অলরেডি সানিকে ডাকতে শুরু করেছে ‘ছোটে পাপা’ বলে। আর সানি? তাঁর হিম্মতে কুলায়নি ঘর ছেড়ে বেরিয়ে আসতে। বাবা ধর্মেন্দ্র মতো নিজের ‘ড্রিমগার্ল’কে বিয়েও করতে পারেননি। দুই ছেলে নিয়ে বাড়ি ছাড়বেন, পূজা এই হুমকি দিতেই সানি ‘কূল’ রাখলেন। তা বলে ‘শ্যাম’কেও ছাড়লেন না। প্রেম চলতে লাগল নিজের মতো করে। নিট ফল, দর্শকদের উপরি পাওনা, ‘অর্জুন’, ‘মঞ্জিল মঞ্জিল’, ‘আগ কা গোলা’, ‘গুনহা’, ‘নরসিমা’র মতো সুপারহিট ছবি।

আরও পড়ুন- ‘ধর্ষণের লাগাতার হুমকি পাচ্ছি, বাদ যাচ্ছে না ৭১ বছরের মা-ও’, বিস্ফোরক একতা কপূর

২০০৯-এ বোন সিম্পলের মৃত্যুর পর শোক ভুলতে সানির চওড়া কাঁধ পেয়েছিলেন অভিনেত্রী। ঘরে তুলতে পারেননি, কিন্তু পার্টিতে, গেট টুগেদারে বরাবর ডিম্পলকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন সানি।


সানি প্রায়ই ডিম্পলের ‘সমুদ্র মহল’-এ আসত। কখনও শুটিং-এর আগে লাঞ্চ করতে, কখনও আবার সন্ধেবেলা সব কাজের শেষে। তন্দুরি চিকেন সানির খুব প্রিয়। সানি আসার খবর পেলেই ডিম্পলকে দেখা যেত, চিকেন তন্দুরির ব্যবস্থা করছেন। সানি-ডিম্পলের ব্যাপারটা কারও কাছে যে অজানা ছিল, এমন নয়। সবাই ওর হাবে ভাবেই বুঝত, আজ সানি আসবেন বাড়িতে।
সেই বাঁধভাঙা প্রেম আজও অটুট। ১১ বছরের ডেটিং এখনও চলে চুপকে চুপকে। ২০১৮-য় লন্ডনের রাস্তায় হাতে হাত রেখে প্রেম করতে দেখা গিয়েছিল তাঁদের। সেই ভিডিয়ো সামনে আসতেই আরব সাগরের বুকে নতুন ঢেউ, ৩০ বছর পরেও প্রেম রয়েই গেল সানি-ডিম্পলের?
৬৩ বছর বয়সেও ফেলে আসা ১১ বছরের ভালবাসা সত্যিই কত যত্ন করে আগলাচ্ছেন ডিম্পল কাপাডিয়া!

Dimple Kapadia Sunny deol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy