জাস্টিন-হেলে।
বিয়ে করলেন জাস্টিন বিবার। পাত্রী মার্কিনি সুপার মডেল হেলে বল্ডউইন। সোমবার রাতে পরিবার এবং বন্ধুবান্ধবদের সামনে দক্ষিণ ক্যারোলিনায় বিয়ে করেন তাঁরা। এই নিয়ে মোট দু’বার বিয়ে করলেন হেলে-জাস্টিন। এর আগে ২০১৮-র সেপ্টেম্বরে লোকচক্ষুর অন্তরালে গিয়ে নিউ ইয়র্কের কোর্ট হাউজে বিয়ে করেন তাঁরা। জল্পনা চলছিল হয়তো প্রথম বিবাহবার্ষিকীর মাসেই আনুষ্ঠানিক ভাবে বিয়ে করবেন তাঁরা। তাই-ই হল। সারা জীবনের অঙ্গীকার নিয়ে পরস্পর পরস্পরকে বলে উঠলেন ‘আই ডু’। বিবাহের শপথ নেওয়ার সময় নিজেদের চুম্বনের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করলেন জাস্টিন।
বাহামায় ২০১৮-র জুলাইয়ে বাগদান হয় এই সেলেব জুটির। সে সময় ইনস্টাগ্রাম থেকে হেলেকে নিয়ে জাস্টিন লেখেন, ‘‘ তোমাকে খুব ভালবাসি হেলে। তুমিই আমার জীবনের একমাত্র ভালবাসা। সব চেয়ে মজার জিনিস কী জানো? তোমার সঙ্গে বিয়ে হলে আমার ভাইবোনরা একটি সুস্থ বিয়ে সম্পর্কে পরিচিত হবে। এবং নিজেরাও ভবিষ্যতে এ রকমই একটি সুন্দর জীবন পেতে চাইবে।”
হেলের আগে গায়িকা সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্কে ছিলেন জাস্টিন। কিন্তু ২০১৪ নাগাদ তাঁদের ব্রেক আপ হয়ে যায়। এর পর ১০১৫ নাগাদ হেলের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িযে পড়েন জাস্টিন। সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে তাঁদের প্রেম নিয়ে নানা গসিপ। মাঝে গুজব রটে তাঁদের ব্রেক আপ নিযেও।
আরও পড়ুন-এ কী হাল হয়েছে বাহুবলীর বল্লালদেবের! দুশ্চিন্তায় ডাগ্গুবতীর ফ্যানেরা
আরও পড়ুন- ‘প্যারিস ফ্যাশন উইক’-এ ঐশ্বর্যার ‘অভিনব’ সাজ! রোষের মুখে আয়োজক সংস্থা
কিন্তু সব গসিপকে নস্যাৎ করে অবশেষে আনুষ্ঠানিক ভাবেও এক হলেন তাঁরা। হেলের বাবা-মাকে ধন্যবাদ জানিয়ে জাস্টিন ইনস্টাগ্রামে লিখলেন, ‘‘আপনাদের মেয়েকে আমার মতো ‘ক্ষ্যাপাটে’ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।”
Me and the wife! and the in laws !! Thanks for lettin ur daughter marry a savage like me 🥶🥶🥶🥰🥰🥰🥰😜😜😜
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy