সলমন খানের মেজাজ বোঝা দায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানালেন মিকা সিংহ। বলি তারকাকে খুব কাছ থেকে চেনেন পঞ্জাবি গায়ক। সলমনের মেজাজ বুঝে তাঁর সঙ্গে কথা বলা উচিত বলে মনে করেন তিনি। অন্যথা হলেই সমস্যা!
মেজাজ ঠিক না থাকলে, সলমনের সঙ্গে কথা বলে কোনও লাভ নেই। ভাইজান নাকি পাত্তাই দেন না। একমাত্র সন্ধে নামার পর থেকে খোলস ছেড়ে বেরোতে থাকেন সলমন। বলি তারকার দিন ও রাতের মেজাজ নাকি মেলানোই যায় না। মিকা বলেছেন, “সলমন ভাই রাতে এক রকম, দিনে আবার অন্য রকম। আমার সঙ্গে খুবই খোলামেলা ভাবে মেশেন। পেটে দু’পাত্র পড়লেই এমন ভাবে কথা বলেন, যেন আমি ওঁর বন্ধু। কিন্তু এই দেখে ভুললে চলবে না। যা-ই হয়ে যাক, মনে রাখতে হবে, সলমন খানের সঙ্গে মদ্যপান করছেন। এই কথাটা ভুলে গেলেই বিপদে পড়তে হবে। তিন পেগ হোক বা চার পেগ, মনে রাখতে হবে, সলমন খান আপনার সামনে বসে রয়েছেন।”
শুরুর দিকে সলমনের সঙ্গে দেখা করে একটি বড় ভুল করেছিলেন মিকা। তাঁর কথায়, “আমি খুব বোকা ছিলাম। প্রথমে ওঁর পা ছুঁয়ে প্রণাম করা উচিত ছিল। তার পরে জিজ্ঞাসা করা উচিত ছিল, ‘আপনার জন্য কি একটা গান গাইতে পারি?’ কিন্তু আমি তা করিনি। তিনি শুটিং সেটে এসেছিলেন, আমাদের সঙ্গে কফি খেয়েছিলেন। কিন্তু আমি বুদ্ধি করে ওঁর সঙ্গে গিয়ে কথাই বলতে পারিনি। আমাকে একটা গান গেয়ে শোনাতে বলেছিলেন। আমি বোকার মতো পুরো গানটা নানা অঙ্গভঙ্গি করে শুনিয়েছিলাম। সলমন নিশ্চয়ই আমাকে কার্টুন ভেবেছিলেন।”
দিনে নানা রকমের ভাবনাচিন্তায় ডুবে থাকেন সলমন। সন্ধে হতেই মেজাজ বদল হতে শুরু করে তাঁর। মধ্যরাতেও প্রয়োজন পড়লে ফোন করেন তিনি। মিকা বলেছেন, “সলমন ভাই গান গাইতে খুব ভালবাসেন। মধ্যরাতে মানুষকে ফোন করতেও ভালবাসেন তিনি। এমনকি ভোর চারটের সময়েও ওঁর ফোন আসতে পারে। সেই সময়ে ফোন না ধরলে তিনি রেগে যান।”