মাসের ওই চার-পাঁচটা দিন যেন বিভীষিকা! একে তো যন্ত্রণা-দুর্বলতায় কাবু, তাতে বাড়ি থেকে বেরোলে অতি সাবধানী হয়ে থাকা। এই বুঝি দাগ লেগে গেল জামাকাপড়ে! কারও চোখে পড়লেই ঘিরে ফেলবে ব্যঙ্গের হাসি। আর পথেঘাটে আচমকা ঋতুস্রাব শুরু হয়ে গেলে তো কথাই নেই! শৌচাগার খোঁজা থেকে স্যানিটারি ন্যপকিন জোগাড়ে হন্যে হয়ে যান কন্যেরা। এই ছবিটাই পাল্টে দিতে চান অমিতাভ বচ্চনের নাতনি। সদ্য বিশ্ব ঋতুকালীন সুস্বাস্থ্য দিবসে তাই রং-তুলি হাতে তুলে নিয়েছিলেন নভ্যা নভেলি নন্দা।
প্রাকৃতিক নিয়মেই শরীর জানান দেয় নারী হয়ে উঠেছে মেয়ে। সন্তানের জন্ম দেওয়া যে পথ ধরে, তাকে নিয়েই কেন এত আড়াল-আবডাল? কেনই বা এ দিনগুলোতে আজও মেয়েরা রসিকতার পাত্রী? কেনই বা বাধার পাঁচিল তোলে সমাজ? মুম্বই সংবাদমাধ্যমের খবর, সেই বাধা ভাঙতে দেওয়ালকেই হাতিয়ার করেছিলেন নভ্যা। মুম্বইয়ের এক দেওয়াল রাঙিয়ে ছড়াতে চেয়েছেন ঋতুকালীন সচেতনতার বার্তা।