৭৫ পূর্ণ করলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজ়মি। বন্ধুবান্ধব, পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে নাচে-গানে-হুল্লোড়ে জন্মদিন উদ্যাপন করলেন তিনি। সঙ্গে অবশ্যই ছিলেন স্বামী, গীতিকার জাভেদ আখতার। এ দিনের উদ্যাপনের মূল আকর্ষণ দম্পতির নাচ, ভাইরাল সেই ভিডিয়ো। শাবানা নাচে মাতলেন বন্ধুদের সঙ্গেও।
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন পরিচালক ফারহা খান। লাল-কালো ও মেরুনের রংমিলান্তি পোশাকে সেজেছেন শাবানা ও জাভেদ। ‘বার্থডে গার্ল’-এর সঙ্গে জনপ্রিয় ‘প্রিটি লিট্ল বেবি’ গানে পা মিলিয়েছেন প্রবীণ গীতিকার। জাভেদ-শাবানার যুগলবন্দি দেখে তখন চারিদিক ফেটে পড়ছে হাততালিতে। ফারহা ভিডিয়ো পোস্ট করে লেখেন, “ঠিক এ ভাবেই ৭৫ বছরের জন্মদিন উদ্যাপন করতে হয়!! শুভ জন্মদিন শাবানা আজ়মি। প্রার্থনা করি, আপনারা যেন চিরকাল এমনই যুবক-যুবতীর মতো থেকে যান।”
আরও পড়ুন:
এর সঙ্গে সমাজমাধ্যমে ঘুরছে আরও একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে রেখা, মাধুরী দীক্ষিত, ঊর্মিলা মাতণ্ডকরের সঙ্গে ‘ক্যায়সি পহেলী জিন্দেগানী’ গানে নাচে মেতেছেন শাবানা। মুহূর্তে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীদের এই নাচের ভিডিয়ো। যা দেখে নস্ট্যালজিয়ায় ভেসেছেন অনুরাগীরাও।
শাবানার পরনে ছিল মেরুন রঙের ঘেরসমেত ‘গাউন’, তাতে চওড়া লাল পাড়। ‘ব্রুচ’ পরে রাজকীয় সাজে বেশ মানিয়েছিল তাঁকে। অল্প গয়না, পরিপাটি চুলের কায়দা। ‘ডান্সফ্লোর’-এ ঝড় তোলেন শাবানা। সেই সঙ্গে লাল পাঞ্জাবি, কালো নেহরু জ্যাকেটে তাল মেলালেন জাভেদ আখতার। ভিডিয়োতেই দেখা মেলে ফারহান আখতার ও শিবানী দান্ডেকরের। পার্টিতে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিত, কর্ণ জোহর, ঊর্মিলা মাতোন্ডকর, মহীপ কপূর, সোনু নিগম, নীনা গুপ্তা-সহ অনেকেই।