Advertisement
E-Paper

‘তুমি এমন অদ্ভুত কেন?’ অক্ষয়কে নিয়ে কেন এমন বলেছিলেন শাহরুখ খান?

অভিনেতা হিসাবে তিনি বরাবরই উচ্চপ্রশংসিত। কিন্তু নিজেকে বরাবর প্রচারের আড়ালে রেখেছেন। অক্ষয়ের এই অন্তর্মুখী স্বভাব নিয়ে খোলা মঞ্চে এক বার মন্তব্য করেছিলেন শাহরুখ খানও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪
Shah Rukh Khan once commented on Akshay Khanna’s introvert nature

অক্ষয়কে দেখে কেন অবাক হন শাহরুখ? ছবি: সংগৃহীত।

আলোচনায় উঠে এসেছেন অক্ষয় খন্না। ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর অভিনীত ‘রেহমান বালোচ’ দর্শকের মধ্যে আলোড়ন তুলেছে। এই রূপে তাঁকে আগে দেখা যায়নি। তবে অভিনেতা হিসাবে তিনি বরাবরই প্রশংসিত হয়ে এসেছেন। কিন্তু নিজেকে বরাবর প্রচারের আড়ালে রাখতে ভালবাসেন তিনি। অক্ষয়ের এমন অন্তর্মুখী স্বভাব নিয়ে খোলা মঞ্চে এক বার মন্তব্য করেছিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানও।

২০১৭ সালে একটি ছবির প্রচারে এক মঞ্চে দেখা গিয়েছিল অক্ষয় ও শাহরুখকে। সেখানে শাহরুখ সরাসরি অক্ষয়কে প্রশ্ন করেছিলেন, “তুমি এমন কেন?” তবে তার আগে অক্ষয়ের ভূয়সী প্রশংসাও করেছিলেন তিনি। অক্ষয় আসলে কেমন, তা সহজে বোঝা যায় না। আর এই বিষয়টাই সবচেয়ে পছন্দ শাহরুখের।

শাহরুখ সেই সময়ে বলেছিলেন, “অক্ষয় খুব অন্য রকম। ওর নাচার তালও যেন অন্য রকম, যেটা আমার খুব ভাল লাগে। ও মাঝেমধ্যে আসে আর এমন কিছু সৃষ্টি করে, যা বোঝাই যায় না। অভিনেতা হিসাবে তোমাকে সত্যি খুব খুব ভাল লাগে। তবে আমি এটাও জানতে চাই, তুমি এমন অদ্ভুত কেন?”

‘ধুরন্ধর’-এর হাত ধরে অক্ষয় আলোচনায় উঠে আসার পর থেকে শাহরুখের এই মন্তব্য ফের নজরে এসেছে নেটাগরিকের। অন্তর্মুখী অভিনেতার ব্যাপারে ‘বাদশা’ ঠিকই বলেছিলেন বলে মনে করছেন তাঁরা।

কালো পোশাক, চোখে রোদচশমা। সেলাম ঠুকতে ঠুকতে গাড়ি থেকে নামছেন অক্ষয়। তার পর নাচতে নাচতে এক আসরে প্রবেশ করছেন। নেপথ্যে বাজছে আরবি গান। ‘ধুরন্ধর’-এর এই দৃশ্যে মাতোয়ারা অনুরাগীরা। কিন্তু এই নাচ তিনি শিখলেন কোথায়? ‘ধুরন্ধর’ ছবির আর এক অভিনেতা দানিশ পনডোর জানিয়েছেন, অক্ষয় কারও থেকে এই নাচ শেখেননি। আলাদা করে কোনও কোরিয়োগ্রাফিরও দরকার হয়নি। নিজের ছন্দে পা মিলিয়েছিলেন তিনি। পরিচালক আদিত্য ধর তাঁকে বলেই দিয়েছিলেন, “আপনার যেটা ভাল মনে হয় করুন।” অক্ষয় যা করেছিলেন, তা অনায়াসে পছন্দ হয়ে যায় আদিত্যের।

তবে এটাও আলোচনা চলছে, বাবা বিনোদ খন্নার নাচের স্টাইল এমন ছিল। তারই ছাপ রয়েছে ছেলে অক্ষয়ের নাচে। জানা যাচ্ছে, ১৯৮৯ সালে পাকিস্তানের লাহৌরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন বিনোদ খন্না। সঙ্গে ছিলেন রেখাও। সেই অনুষ্ঠানের মঞ্চে বিনোদ নেচেছিলেন। ৩৬ বছর আগেকার সেই অনুষ্ঠানের ভিডিয়ো সমাজমাধ্যমে এই মুহূর্তে ভাইরাল, যা দেখে অনেক নেটাগরিকেরই প্রশ্ন, তবে কি বাবার নাচই অনুসরণ করেছেন অক্ষয়?

Akshay Khanna Shah Rukh Khan Dhurandhar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy