সমাজের শিকল ভাঙছেন একের পর এক। কখনও কৃষ্ণ বর্ণ নিয়ে। কখনও বয়সে প্রায় দ্বিগুণ বড় পুরুষকে ভালবেসে। কখনও বা ইচ্ছেমতো বেছে নেওয়া পোশাক-আশাকেও ফুটে উঠেছে বিদ্রোহ! এ বার আরও এক ধাপ এগিয়ে গেলেন শ্রুতি দাস। দিদির ছেলের মুখে ভাত দিলেন তিনি। ‘মামা ভাত’-এর বদলে ‘মাসি ভাত’-এর আয়োজন। আগে শ্রুতি নবজাতকের মুখে ভাত তুলে দিয়েছেন। তার পরে তার মা। শেষমেশ এল মামাদের সুযোগ।