Advertisement
E-Paper

শোভনের সঙ্গে সুইডেনে বাগ্‌দান! এ বার কি বিয়ের পিঁড়িতে সোহিনী সরকার?

শোভনের সঙ্গে বাগ্‌দান সেরেছেন সোহিনী! মন ভাঙা, প্রেমে পড়া থেকে বিয়ের পরিকল্পনার জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ১৪:৫৪
Sohini Sarkar shares her thought about marriage reveals the truth about her and Shovan Ganguly’s engagement

শোভন-সোহিনী। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমের খবর অনেকেরই জানা। দিন কয়েক আগেই সুইডেন ঘুরে এলেন তাঁরা। বরফের দেশ থেকে ফেরার পর গায়কের ডান হাতের অনামিকায় অনেকেই একটি আংটি লক্ষ করেন। তার পর থেকে জোর গুঞ্জন, বিদেশে ঘুরতে গিয়েই নাকি শোভনের সঙ্গে বাগ্‌দান সেরেছেন সোহিনী! এ বার আনন্দবাজার অনলাইনের কাছে মন ভাঙা, প্রেমে পড়া থেকে বিয়ের পরিকল্পনার জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

গত বছরের শেষেই প্রকাশ্যে আসে সোহিনী ও অভিনেতা রণজয় বিষ্ণুর বিচ্ছেদের খবর। এই ঘটনার দিন কয়েকের মধ্যেই গায়ক শোভনের সঙ্গে শুরু হয় সোহিনীর প্রেমের গুঞ্জন। এর মাস কয়েক আগে স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম ভাঙে শোভনের। প্রায় একই সময় দু’জনের সম্পর্কের ভাঙন। কাছাকাছি আসেন তাঁরা। ১ অক্টোবর সোহিনী তাঁর জন্মদিনকে আরও বিশেষ করে তোলার জন্য শহর থেকে খানিকটা দূরে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধু। গিয়েছিলেন অঙ্কিতা চক্রবর্তী এবং তাঁর স্বামী প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই একটি ছবিতে দেখা মেলে শোভনের। তার আগে সোহিনীর সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় ছবি দিয়েও মুহূর্তের মধ্যে ফেসবুক থেকে মুছে দেন গায়ক। সে দিক থেকে দেখলে, দু’জনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে খুব যে লুকিয়ে রেখেছেন, তেমনও নয়। তাঁদের বাগ্‌দানের খবর প্রসঙ্গে সোহিনী আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘আমার অনামিকার কোনও আংটি দেখা যাচ্ছে না তো! আসলে হঠাৎ এটা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চায়, সত্যিটা কী।’’ কিন্তু শোভনের সঙ্গে কি বিয়ে করার পরিকল্পনা রয়েছে? সোহিনী বলেন, ‘‘চারপাশে অনেক বিয়ে হচ্ছে, ঠিকই। তবে আমার মনে হয়, বিয়ে দেখে বিয়ে করে নেওয়া সাংঘাতিক বিষয়। আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভাল কিছু হবে। আসলে আমরা ভাবি যে, আমরা একা একাই সব করছি। কিন্তু, ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে আমাদের জন্য। আমরা শুধু বাস্তবায়ন করি।’’

সোহিনীর জীবনে প্রেম এসেছে, প্রেম ভেঙেছে। থিতু হওয়ার কথা কখনও মনে হয়নি? সোহিনীর কথায়, ‘‘জন্মের পর থেকেই আমরা থিতু হতে চাই। ভাঙতে আমরা কেউই চাই না। তবে প্রকৃতির নিয়ম, সব কিছু এক সময় ভেঙে যায়।’’

Bengali Actress Sohini Sarkar Shovon Ganguy Tollywood Celebrities Tollywood Couple Celeb Gossip Bengali singer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy