উচ্ছ্বসিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জন্মদিনের ‘সেরা’ উপহারটি পেয়ে গিয়েছেন তিনি।
কী ভাবছেন? ছেলে অভিমন্যু বা ‘প্রেমিক’ অভিরূপ নাগ চৌধুরীর বহুমূল্য কোনও উপহার পেয়ে মুগ্ধ শ্রাবন্তী?
একেবারেই না। ১৩ অগস্ট, জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া চিঠিকে ‘সেরা উপহার’-এর তকমা দিয়েছেন শ্রাবন্তী। সেই চিঠির মাধ্যমে শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ‘দিদি’। সেখানে লেখা, ‘প্রিয় শ্রাবন্তী, শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে সুস্থ থেকো, ভাল থেকো।’