Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০১ ডিসেম্বর ২০২১ ই-পেপার

‘তোমার মতো কোমর পেতে পারি?’, সুহানার কাছে আবদার স্টারকিডের

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১৯ ডিসেম্বর ২০২০ ২০:৫৭
সুহানা খান।

সুহানা খান।

এখনও বলিউডে অভিষেক হয়নি তাঁর। তবে যে কোনও নায়িকাকে অবলীলায় টক্কর দিতে পারেন শাহরুখ কন্যা সুহানা খান। তাঁর ইনস্টগ্রাম পেজে চোখ রাখলেই বোঝা যায় বলিউডের হবু ‘স্টাইল ডিভা’ তিনিই।

ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে আরও এক বার যেন সে কথাই মনে করিয়ে দিলেন সুহানা। খোলা চুল, ডিজাইনার পোশাকে, হাতে কফির কাপ নিয়ে অনেকেরই হৃদস্পন্দন বাড়িয়ে তুললেন তিনি।

সুহানার এই ছবি দেখে নিজেকে আটকে রাখতে পারলেন না তাঁর প্রিয় বান্ধবী এবং সঞ্জয় কপূরের কন্যা শানায়া কপূর। তাঁকে এই লাস্যময়ী অবতারে দেখে লিখেই ফেললেন, ‘তোমার মতো কোমর কি আমিও পেতে পারি?’

Advertisement

A post shared by Suhana Khan (@suhanakhan2)

নিজের ছবিতে বন্ধুর এই কমেন্ট দেখে উচ্ছ্বসিত সুহানাও। ‘হে হে সুশ’ লিখে ভার্চুয়াল ভাবেই যেন হেসে ফেললেন তিনি।

আরও পড়ুন: শ্যুটে ‘কাট’ বলার পরও কাঁদছেন নুসরত, ছুটে এলেন পরিচালক

শানায়া ছাড়াও এই ছবিতে সুহানাকে ভালবাসা জানিয়েছেন সঞ্জয় কপূরের স্ত্রী ও শানায়ার মা মহীপ কপূর এবং তাঁর আর এক প্রিয় বন্ধু অনন্যা পাণ্ডের মা ভাবনা পাণ্ডে। পাশাপাশি, নেটাগরিকরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাহরুখের রাজকন্যাকে।

আরও পড়ুন: জয় হল মহিলা পুরোহিতের, ‘ইন্ডিয়ান প্যানোরামা’-তে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’

গত অক্টোবরেই বর্ণবৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন সুহানা। প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই সময় সুহানার পাশে দাঁড়িয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী, সইফ-পুত্র ইব্রাহিম, জোয়া আখতার-সহ অনেকেই।

আরও পড়ুন

Advertisement