‘তাণ্ডব’ ছবির নির্মাতাদের সুরক্ষা দিতে নারাজ শীর্ষ আদালত। নির্মাতাদের আবেদনের উত্তরে নোটিস জারি করা হল বুধবার।
‘অ্যামাজন প্রাইম’-এর কার্যকর্তারা ও ‘তাণ্ডব’ ছবির নির্মাতা ও কলাকুশলীরা একটি আবেদন জানিয়েছিলেন আদালতে। বিতর্কিত ওয়েব সিরিজের পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী এবং লেখকের আবেদন ছিল, গ্রেফতারি এড়ানোর জন্য তাঁদের রক্ষাকবচ দেওয়া হোক এবং বিভিন্ন শহরে দায়ের হওয়া একাধিক ফৌজদারি মামলার তদন্ত প্রক্রিয়াকে একটি শহরে নিয়ে আসা হোক।
বুধবার তাঁদের আবেদনের শুনানিতে বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সুভাষ রেড্ডি এবং বিচারপতি এমআর শাহ-র বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিলেন।