তিন বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মাসখানেক আগে। আবার একসঙ্গে দেখা গেল রোহমান শল এবং সুস্মিতা সেনকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, দু’জনকে সুস্মিতার বাড়ির তলায় একসঙ্গে দেখা গিয়েছে।
গত ২৩ ডিসেম্বর সুস্মিতা তাঁর সঙ্গে রোহমানের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে। আমরা বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু প্রেম রয়ে গিয়েছে।’ শেষে অনুরাগীদের উদ্দেশে ভালবাসা জানিয়ে ‘দুগ্গা দুগ্গা’ ধ্বনি তুলেছিলেন বঙ্গতনয়া।