উর্ফী মানেই যেন নিত্যনতুন বিতর্ক! বেশির ভাগ সময় পোশাকের কারণে শিরোনামে উঠে আসেন। যদিও দিনকয়েক আগে উর্ফীর মুখের গড়ন বদলে যায় ফিলার করাতে গিয়ে। ঠোঁট ফুলে ঢোল হয়ে যায় তাঁর। সেই নিয়ে তুমুল হইচই নেটপাড়ায়। এ বার নিজের প্রেমিকের কথা স্বীকার করলেন তিনি। জানালেন, প্রেম করছেন। দিল্লির ছেলে। তবে তাঁর প্রেমিকের বিয়ে হওয়ার কথা ছিল অন্য কোথাও। কিন্তু সেই বিয়ে ভেঙে দেন উর্ফীই।
আরও পড়ুন:
উর্ফীর থেকে উচ্চতায় অনেকটা লম্বা। প্রায় ৬ ফুট ৪ ইঞ্চি। প্রতি সপ্তাহেই প্রেমিকের সঙ্গে দেখা করতে যান উর্ফী। অভিনেত্রী বলেন, ‘‘আমার দেখা হয়ে গেল কোনও ভাবে, হয়তো দেখা হওয়ার ছিল। যখন দেখা হল ওর সম্বন্ধ করে বিয়ে হওয়ার কথা চলছিল, বাড়ির লোক পাত্রী ঠিক করেন। কিন্তু ওর তরফ থেকে সম্মতি না থাকায় বিয়ে ভেঙে দেয়।’’ উর্ফী যতটাই প্রচার ভালবাসেন, তাঁর প্রেমিক ততটাই প্রচারবিমুখ। ছবিশিকারি দেখলে আর রাস্তায় বেরোতে চান না। উর্ফী এ-ও জানান, সমাজমাধ্যমে কোথাও তাঁর প্রেমিককে খুঁজে পর্যন্ত পাওয়া যাবে না।