মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের মেহবুব স্টুডিয়োয় একটি সংস্থার হয়ে বিজ্ঞাপনের শ্যুট করছিলেন বরুণ ধবন। কিন্তু সব ফেলে মাঝপথে কাজ বন্ধ করে লীলাবতী হাসপাতালে ছুটতে হয় তাঁকে।
বরুণের গাড়িচালক মনোজ শাউ আচমকাই হৃদ্রোগে আক্রান্ত হয়ে সেই হাসপাতালে ভর্তি হন। খবর পেয়েই সহকারীদের নিয়ে তড়িঘড়ি হাসপাতালে যান অভিনেতা। এর পর চিকিৎসক বরুণের গাড়িচালককে মৃত ঘোষণা করেন।