এক সময়ে তাঁর ওজন ছিল ১০০ কেজি। মদ্যপানে আসক্তির কারণে শরীরে জমেছিল মেদের পাহাড়। কিন্তু জীবনের দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়িয়েছেন ফরদিন খান। প্রায় ২৫ কেজি ওজন কমিয়েছেন অভিনেতা। সমাজমাধ্যমে ফরদিনের নতুন লুক নিত্যদিন ভাইরাল হচ্ছে। কিন্তু কী ভাবে এই অসাধ্যসাধন করলেন তিনি?
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুলেছেন ফরদিন। অভিনেতা বলেন, ‘‘১০০ কেজি ওজন হয়ে গিয়েছিল। মদ্যপানের কারণে মেদ জমেছিল।’’ সেখান থেকে অভিনেতার ওজন এখন ৭৮ কেজি।
আরও পড়ুন:
ফরদিন জানিয়েছেন, অতিমারির সময়ে মদ্যপান তাঁর জীবনে প্রভাব বিস্তার করতে শুরু করে। অভিনেতার কথায়, ‘‘মনে হত, আমার ৬০ বছর বয়স। তার পর এক দিনে মদ্যপান ত্যাগ করলাম।’’ ফরদিন জানিয়েছেন, মদ্যপান ত্যাগের জন্য তিনি পেশাদারদের সাহায্য নিয়েছিলেন।
মদ্যপান ত্যাগ করার পর নিজের ফিটনেসের উপরে মন দেন ফরদিন। তাঁর কথায়, ‘‘মদ্যপান থেকে আমি আর নতুন কিছু পাইনি।’’ রোগা হওয়ার পর নিজেকে নতুন ভাবে আবিষ্কার করেছেন ফরদিন। নতুন ভাবে ছবিতে ফিরেছেন তিনি। ফরদিনের কথায়, ‘‘এখন নিজেকে আরও বেশি কনফিডেন্ট মনে হয়।’’ একই সঙ্গে অভিনেতা জানিয়েছেন, সুস্থ জীবনে প্রবেশ করার পর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গী বদলে গিয়েছে তাঁর।