বাঙালদের ইলিশ নাকি ঘটিদের চিংড়ি— কার পাল্লা ভারী এ নিয়ে আদি অনন্ত কাল ধরে চর্চা হয়ে আসছে। তবে খাদ্যরসিক বাঙালি, বাঙালই হোক বা ঘটি, পাতে ইলিশ আর চিংড়ি দুই-ই থাকে। অনেকেই আছেন যাঁরা চিংড়ি প্রেমী। তা সে মালাইকারি হোক বা ডাব চিংড়ি, কোনওতেই না নেই। তবে জানেন কী চিংড়ি শুধু স্বাদের খেয়ালই রাখে না, শরীরেও যত্ন নেয়।
প্রোটিনের উৎস
গলদা চিংড়ি হোক বাগদা, চিংড়ি মানেই অনেকের কাছে একটা আবেগের নাম। প্রতি ৬৫ গ্রাম চিংড়ি মাছে থাকে ২০ গ্রাম প্রোটিন। যা দৈনিক প্রোটিনের চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ করে।