ঋতুস্রাব চলাকালীন হাত-পায়ে ব্যথা, মাথা ব্যথা, পেটে যন্ত্রণা, ক্লান্তির মতো শারীরিক সমস্যার সম্মুখীন হন মহিলারা। এই সময়ে সুস্থ থাকতে পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি সঠিক খাওয়াদাওয়া করাও জরুরি। তবে এই সময়ের খাওয়াদাওয়া নিয়ে প্রচলিত কিছু ধ্যান-ধারণা আছে। তার মধ্যে অন্যতম হল দই। অনেকেই মনে করেন যে ঋতুস্রাবের সময় টক দই খাওয়া ঠিক নয়। কারণ ঋতুস্রাবের সময় টক জাতীয় খাবার রক্তপাতের পরিমাণ বৃদ্ধি করতে পারে।
এই ধারণা আদৌ কতটা ঠিক?
চিকিৎসকরা বলছেন, ঋতুস্রাবের সময় দই না খাওয়ার ধারণা একে বারে ভ্রান্ত। এই সময় অনায়াসে দই খাওয়া যেতে পারে। পুষ্টিবিদরা বলছেন, ক্যালশিয়ামের সমৃদ্ধ উৎস হল দই। হা়ড় মজবুত করতে এবং শরীরকে ভিতর থেকে শক্তিশালী রাখতে দই খুবই কার্যকর।