১৭ অগস্ট ২০২৫, রবিবার নন্দোৎসব। এই উৎসব জন্মাষ্টমীর পরের দিন পালন করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার আনন্দে নন্দদেব এই দিন সকল ব্রজবাসীদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন। নন্দোৎসবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে বিশেষ কিছু নিয়ম পালন করতে পারলে খুব ভাল হয়। জন্মাষ্টমীর উপবাস যাঁরা পালন করেন, তাঁদের নন্দোৎসবের দিন বিশেষ কিছু খাবার খেতে হয়। সেটির হদিসও এই প্রতিবেদনে দেওয়া হল।
আরও পড়ুন:
নিয়ম:
১) এই দিনটা হল আনন্দে মেতে ওঠার দিন। যেহেতু নন্দদেব এই দিনটা খুবই আনন্দের সঙ্গে পালন করেছিলেন, তাই আমাদেরও উচিত এই দিনটা বিশেষ ভাবে আনন্দ করে কাটানো। এই দিনটা আনন্দ এবং ভক্তি সহকারে পালন করতে হয়।
২) নন্দোৎসবের দিন বাড়িতে কীর্তন দেওয়ার প্রথা রয়েছে। বাড়িতে কীর্তন দিতে না পারলেও এই দিন অবশ্যই বাড়িতে গীতা পাঠ করতে হবে।
৩) নন্দদেব এই দিনে সকল ব্রজবাসীদের প্রচুর দান করতেন। আপনিও এই দিন নিজের সাধ্যমতো কিছু দান করতে পারেন।
আরও পড়ুন:
৪) এই দিন বাড়িতে মানুষজনকে ভোজন করানো খুবই ভাল বলে বিশ্বাস করা হয়। নিজের আত্মীয়স্বজন এবং পাঁচ জন বাচ্চাকে এই দিন বাড়িতে ভোজন করান।
৫) এই দিন কোনও ভাবে যেন বাড়িতে ঝগড়া-কলহ সৃষ্টি না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।
এই দিন কী কী খাবার অবশ্যই গ্রহণ করতে হয়?
১) এই দিন কাঁচকলার তৈরি যে কোনও খাবার তৈরি করে খেতে হবে।
আরও পড়ুন:
২) নন্দোৎসবের দিন ঠাকুরকে খিচুড়ি ভোগ দিতে হবে। পুজোর পর ভোগের প্রসাদ নিজে গ্রহণ করতে হয় এবং বাড়ির সকল সদস্যদেরও এই খিচুড়ি ভোগ দিতে হয়।
৩) খিচুড়ি ভোগের সঙ্গে যে কোনও মিষ্টি কিছু ভোগও দিতে হবে।