২১ সেপ্টেম্বর মহালয়া। সে দিনই ঘটবে বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। দেবীপক্ষের সূচনাকালে ঘটতে চলেছে এই মহাজাগতিক ঘটনা। যদিও এই ঘটনা কেবল মাহাজাগতিকই নয়, শাস্ত্রমতে দেশ, রাজনীতি, মানুষের ব্যক্তিগত জীবনের উপরও গ্রহণের প্রভাব পড়ে। রাশিচক্রের সমস্ত রাশিকেই কমবেশি বছরের শেষ সূর্যগ্রহণের প্রভাব ভোগ করতে হতে পারে জানাচ্ছেন জ্যোতিষী।
আরও পড়ুন:
সূর্যগ্রহণের সময়কাল:
২১ সেপ্টেম্বর রাতে হবে সূর্যগ্রহণ। সে দিন ভারতীয় সময় রাত ১১টায় শুরু হবে গ্রহণ। গ্রহণ চলবে ৩টে ২৪ মিনিট পর্যন্ত। গ্রহণ পুরোপুরি শেষ হবে পর দিন ভোর ৪টে ২৪ মিনিটে। ভারতের আকাশে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে এর প্রভাব যে একেবারেই পড়বে না সেটা কিন্তু নয়। গ্রহণ দেখা যাবে নিউ জ়িল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং দক্ষিণ মেরুর পশ্চিম অংশ থেকে।
আরও পড়ুন:
ভারতের উপর গ্রহণের কী প্রভাব পড়বে?
খণ্ডগ্রাস সূর্যগ্রহণের প্রভাবে ভারতে ব্যাপক কিছু ঘটবে বলে মনে হচ্ছে না। রাজনীতিক ক্ষেত্রে বিশেষ কোনও পরিবর্তন দেখা না গেলেও হালকা চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোনও বিক্ষোভ বা বিদ্রোহ হওয়ার আশঙ্কা নেই। অর্থনৈতিক ক্ষেত্রে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
কোন রাশির উপর সূর্যগ্রহণের কী প্রভাব পড়বে?
মেষ: সূর্যগ্রহণের প্রভাবে মেষ রাশির পেশাক্ষেত্রে চাপ বাড়তে পারে। শারীরিক ভোগান্তির আশঙ্কা দেখা যাচ্ছে। ব্যথা-বেদনা বাড়তে পারে।
বৃষ: আর্থিক দিকে বৃষ রাশির ব্যক্তিদের নানা সমস্যার মুখে পড়তে হতে পারে।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে সাংসারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।
কর্কট: মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। কর্কটের মনে যে কোনও ব্যাপার নিয়ে সর্বদা একটা ভয় কাজ করতে পারে।
আরও পড়ুন:
সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকাদের সম্পর্কে তিক্ততা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কন্যা: কোনও কারণ ছাড়াই কন্যা রাশির ব্যক্তিরা চাকরি বা ব্যবসার স্থানে নিরাপত্তার অভাব বোধ করতে পারেন। বেশি চিন্তা না করাই উচিত হবে।
তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের খরচ বাড়তে পারে। একই সঙ্গে অশান্তিও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।
বৃশ্চিক: সূর্যগ্রহণের প্রভাবে বৃশ্চিকের হাতে আচমকা টাকা আসতেও পারে আবার বেরিয়েও যেতে পারে। বুঝেশুনে খরচ করতে হবে।
আরও পড়ুন:
ধনু: ধনু রাশির ব্যক্তিদের পেশাক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে।
মকর: পারিবারিক গোলযোগের ফলে মকরের মানসিক শান্তি বিঘ্ন হতে পারে।
কুম্ভ: বন্ধুদের সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। বুঝেশুনে কথা বলুন।
মীন: সূর্যগ্রহণের প্রভাবে মীন রাশির জাতক-জাতিকারা মানসিক অবসাদে ভুগতে পারেন। সরকারি কাজে নানা দিক থেকে বাধার সম্মুখীন হতে হবে।