শনি কর্মফলের উপর ভিত্তি করে ফল দান করেন। সেই ভিত্তিতে যে মানুষ যেমন কাজ করেন, শনিদেব তাঁকে সেই অনুযায়ী ফল দেন। অনেক সময় কোষ্ঠীতে শনি খারাপ অবস্থানে থাকলেও খারাপ প্রভাব ভোগ করতে হয়। শাস্ত্রমতে, লোহা শনিদেবের ধাতু। শনির কোপ থেকে বাঁচার জন্য বহু মানুষই তাই লোহার আংটি পরেন। কিন্তু এই লোহার আংটি সকলের ভাগ্যে সয় না। কিছু ব্যক্তি রয়েছেন যাঁদের এই ধাতুর আংটি ধারণ করা মোটেও উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র।
আরও পড়ুন:
কাদের লোহার আংটি পরা উচিত নয়?
- শনি যদি কারও কোষ্ঠীতে শুভ স্থানে থাকে, অর্থাৎ শুভ ফলাফল প্রদান করে তা হলে লোহার আংটি পরা উচিত হবে না। এতে হিতে বিপরীত হতে পারে।
- কোনও মানুষের কোষ্ঠীতে বুধ, শুক্র ও সূর্য একসঙ্গে অবস্থান করলেও লোহার আংটি পরা যাবে না। এতে লাভের বদলে লোকসান হতে পারে।
আরও পড়ুন:
- কারও জন্মছকে রাহু ও বুধ নীচস্থ থাকলে লোহার আংটি পরা উচিত হবে না। রাহু ও বুধ শক্তিশালী থাকলে লোহার আংটি পরা যেতে পারে।
- কোনও মানুষের কোষ্ঠীতে দ্বাদশ স্থানে একসঙ্গে রাহু ও বুধ অবস্থান করলেও লোহার আংটি পরা উচিত হবে না। এতে জীবনে অঘটনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন:
লোহার আংটি ধারণের আগে একবার কোষ্ঠী বিচার করিয়ে নিতে পারলে ভাল হয়। এছাড়াও, লোহার আংটি ধারণের বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে লোহার আংটি ধারণ করা উচিত। লোহার আংটি পরার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। তার পর শনিদেবকে স্মরণ করে বীজমন্ত্র পাঠ করুন। ডান হাতের মধ্যমা লোহার আংটি পরার জন্য আদর্শ। নির্দিষ্ট নিয়ম মেনে সেই আঙুলে লোহার আংটি পরুন।