স্বপ্ন নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে। বিশেষ করে ভোরের স্বপ্ন ঘিরে প্রশ্নের অন্ত নেই। কমবেশি সব মানুষই জানতে চান, ভোরের স্বপ্ন সত্যি হয় কি না। জ্যোতিষশাস্ত্রে অনুযায়ী, ব্রহ্মমুহূর্তে দেখা স্বপ্ন আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে অনেক কিছু বলতে পারে। সেই সময় দেখা স্বপ্ন সত্যি হওয়ারও সম্ভাবনা নাকি থাকে। কিন্তু সেটা যে সত্যি হবেই তা হলফ করে বলা যায় না। সত্যি হোক বা না হোক, প্রতিটা স্বপ্নই ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। ভাল না খারাপ, তা বলা যাবে স্বপ্নটিকে সঠিক ভাবে যাচাই করলে। ভোরের দিকে দেখতে পাওয়া দশটি স্বপ্নের ব্যাখ্যা এই প্রতিবেদনে দেওয়া হল।
আরও পড়ুন:
কোন স্বপ্নের কী অর্থ?
জলের স্বপ্ন: স্বপ্নে জল দেখার বিভিন্ন অর্থ রয়েছে। পরিষ্কার জল দেখলে বুঝবেন মনের অশান্তি দূর হয়ে শান্তি আসবে। কিন্তু অপরিষ্কার জল দেখলে বুঝতে হবে জটিলতা আরও বাড়তে চলেছে। পরিষ্কার জলে নিজেকে সাঁতার কাটতে দেখার অর্থ জীবনে শুভ কোনও পরিবর্তন।
ভগবানের স্বপ্ন: যে কোনও ভগবানের স্বপ্ন দেখলেই নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। এর অর্থ, স্বয়ং দেবতা এসে আপনাকে আশীর্বাদ করে যাচ্ছেন। আপনার ডাকে সাড়া দিয়েছেন তিনি।
আলোর স্বপ্ন: আমরা অনেক সময় স্বপ্নের মধ্যে অনেক আলো দেখি। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে, আপনার আধ্যাত্মিক জ্ঞানবৃদ্ধি হতে চলেছে।
আরও পড়ুন:
মৃত ব্যক্তির স্বপ্ন: স্বপ্নে কোনও মৃত ব্যক্তিকে দেখলে বুঝতে হবে তিনি আপনার সঙ্গে কথা বলতে চাইছেন বা আপনাকে কিছু জানাতে চাইছেন। তিনি যদি খুশি থাকেন তা হলে সেটি শুভ লক্ষণ বলে বিবেচিত হয়। কিন্তু মৃত ব্যক্তিকে যদি স্বপ্নে দেখে মনে হয় যে তিনি খুশি নেই, তা হলে সতর্ক হওয়া প্রয়োজন।
উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন: বহু মানুষেরই অনেক সময় ঘুমের মধ্যে মনে হয় যে তাঁরা কোনও উচ্চতা থেকে পড়ে যাচ্ছেন। এর অর্থ, আপনি কোনও শঙ্কায় ভুগছেন এবং মাথায় নেগেটিভ চিন্তা বাড়ছে।
সাপ দেখা: জীবনে আসন্ন পরিবর্তনের আগাম বার্তা নিয়ে এসে সাপের স্বপ্ন। সেই পরিবর্তন ভাল হবে না খারাপ, তা বোঝা যায় সাপটির অবস্থা দেখে। সাপটি যদি শান্ত থাকে, তা হলে বুঝবেন চিন্তার কোনও কারণ নেই। কিন্তু সাপটি যদি হিংসাত্মক আচরণ করে, তা হলে সতর্ক হওয়া বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
হারিয়ে যাওয়া: স্বপ্নে যদি নিজেকে হারিয়ে যেতে দেখেন, তা হলে বুঝতে হবে যে আপনার জীবনের লক্ষ্য স্থির নেই। আপনি জানেনই না যে আপনি কী করতে চান।
ছোট্ট বাচ্চার স্বপ্ন: স্বপ্নে কোনও ছোট্ট বাচ্চা বা কোনও সদ্যোজাতকে দেখলে বুঝবেন জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। নতুন অধ্যায়ের সূত্রপাত পেশার ক্ষেত্রেও হতে পারে আবার প্রেমের দিক থেকেও হতে পারে।
চোট পাওয়ার স্বপ্ন: চোট পাওয়ার স্বপ্ন দেখলে বুঝবেন, আপনার মনের কোনও পুরনো ব্যথা খুব শীঘ্রই দূর হতে চলেছে। আপনি সেই ব্যাথা ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে সক্ষম হবেন।
আরও পড়ুন:
বিয়ের স্বপ্ন: অন্যের বিয়ের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার মনের গভীরে থাকা হিংসাগুলো প্রকাশ পাচ্ছে। অন্যের ভাল দেখলে আপনি সহ্য করতে পারেন না, এই স্বপ্ন সেটাই বোঝায়।