২০ অক্টোবর ২০২৫, সোমবার দীপাবলি। দীপাবলি মানে ঘরবাড়ি সব আলোয় ভরে ওঠার দিন। এই দিন লক্ষ্মীদেবীর পুজো করার সঙ্গে গণেশের পুজোও করা হয়। এতে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিনে যদি বিশেষ কিছু পালন করা হয় তা হলে খুব উন্নতি হবে।
টোটকা:
১) এই বছরটা যেহেতু নাম্বার নয়ের, আর গ্রহের সংখ্যাও নয়, তাই এই বছর দীপাবলিতে পুজো করার সময় ঠাকুরের সামনে নিম্নলিখিত ন’টি জিনিস অবশ্যই রাখুন। রবি গ্রহকে সন্তুষ্ট করতে গুড়, চন্দ্র গ্রহের জন্য রুপোর কয়েন, বুধ গ্রহকে উৎসর্গ করে ধনের বীজ, মঙ্গলকে শান্ত রাখতে লাল সিঁদুর, শুক্র গ্রহকে উন্নত করতে ঘি, বৃহস্পতির জন্য হলুদের গাঁট, শনির কৃপা পেতে লবঙ্গ, কেতু গ্রহের জন্য পদ্মবীজ এবং রাহুর জন্য কড়ি। এই জিনিসগুলো রেখে পুজো করলে ন’টি গ্রহ সন্তুষ্ট থাকবে এবং আপনার জীবনে উন্নতি হবে।
আরও পড়ুন:
২) দীপাবলির আগে ঘরবাড়ি, বিশেষ করে বাড়ির ছাদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির সদর দরজায় এবং ছাদে পঞ্চমুখী প্রদীপ অবশ্যই জ্বালুন।
৩) দীপাবলির দিন পুজোর সময় লক্ষ্মীদেবীর সামনে পাঁচটা গোলাপ ফুল অবশ্যই নিবেদন করুন।
৪) এই দিন নিজের সাধ্যমতো কিছু দান করতে পারলে খুবই ভাল হবে। যদিও বাচ্চাদের ক্ষেত্রে তাঁদের পছন্দের জিনিস দান করাই শ্রেয় হবে।
আরও পড়ুন:
৫) দীপাবলির দিন বাড়ির ছাদের চার কোণে চারটে ঘিয়ের প্রদীপে লবঙ্গ দিয়ে জ্বেলে রাখুন। প্রদীপগুলি একটু বড় মাপের নিতে হবে। প্রদীপগুলি যত বেশি ক্ষণ জ্বলবে, তত বেশি পজ়িটিভ শক্তি বাড়িতে ছড়িয়ে পড়বে।
৬) এই দিন বাড়ির সদর দরজায় নানা রকমের রং দিয়ে রঙ্গোলি তৈরি করুন। এ ছাড়া প্রত্যেক ঘরের দরজায় রঙ্গোলি করতে পারলে খুবই ভাল হয়।
৭) দীপাবলির দিন বাড়ির যত আবর্জনা রয়েছে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন। বাড়ি ছড়িয়ে-ছিটিয়ে থাকাটা মা লক্ষ্মীর একেবারেই পছন্দ নয়।