বর্তমানকালে বহু মানুষেরই শেয়ার বাজারের বিষয়ে আগ্রহ রয়েছে। ভবিষ্যতে মোটা টাকা লাভ করবেন এই আশায় অনেকেই নানা খাতে টাকা বিনিয়োগ করে থাকেন। কিন্তু শেয়ার বাজার বা স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করলেই যে লাভ হবে এমন কোনও ব্যাপার নেই। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। এখানে টাকা ঢাললে যেমন লাভ হতে পারে, তেমনই ক্ষতিও হতে পারে। বিনিয়োগ করে লাভ হবে না লোকসান, সেটা জন্মছকে গ্রহের অবস্থানের উপরও অনেকটা নির্ভর করে। শাস্ত্রমতে চার রাশি রয়েছে যাঁরা এই সকল খাতে টাকা লাগিয়ে প্রচুর অর্থ লাভ করেন।
আরও পড়ুন:
স্টক মার্কেট থেকে লাভ করার ক্ষেত্রে কারা এগিয়ে?
মেষ: এই রাশির ব্যক্তিরা কখনও ঝুঁকি নিতে পিছপা হন না। সাহসী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে এঁরা ওস্তাদ। এ ক্ষেত্রে এঁদের ভাগ্যও সঙ্গ দেয়। স্টক মার্কেটে এক বার যদি এঁরা টাকা বিনিয়োগ করেন, তা হলে আর ফিরে তাকাতে হয় না। বিনিয়োগের হাত ধরে এঁদের অর্থভাগ্য ঘুরে যায়। যেই সমস্ত ক্ষেত্রে সচরাচর কেউ টাকা লাগায় না, সেখানে টাকা লাগিয়েই এঁরা অধিক লাভের মুখ দেখতে পাবেন বলে বলছে জ্যোতিষশাস্ত্র।
তুলা: তুলা রাশির ব্যক্তিরা জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ভেবেচিন্তে নিতে পছন্দ করেন। হঠকারিতার বশে কোনও কাজ করেন না। বিনিয়োগের ব্যাপারেও তাঁরা খুব চিন্তাভাবনা করে এগোন। তাই ক্ষতির আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। জ্বালানি, লোহা, বৈদ্যুতিন যন্ত্র প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগ করলে এঁদের প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা আছে।
আরও পড়ুন:
কুম্ভ: এই রাশির জাতক-জাতিকারা ঝুঁকি নিতে ভয় পান। তাই শেয়ার বাজারে টাকা লাগানোর আগেও এঁরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু এক বার টাকা লাগানোর পর সেটি এঁদের নেশায় পরিণত হয়। তখন আর শেয়ার বাজার ছাড়া কিছুই বোঝেন না। বিদ্যুৎক্ষেত্রে টাকা লাগিয়ে এঁরা অর্থবান হয়ে উঠতে পারেন।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিদের শয়নে-স্বপনে স্টক মার্কেট। শেয়ারে বিনিয়োগ করা এঁদের স্বভাবের মধ্যেই পড়ে। সকাল থেকে রাত অবধি এঁরা শেয়ার বাজার সম্বন্ধে খোঁজখবর নিয়ে চলেন। এই রাশির কাছের মানুষেরাও এঁদের কাছেই শেয়ার সম্বন্ধে জানতে আসেন। খাদ্য ও পানীয় প্রস্তুতকারী সংস্থায় টাকা লাগানো এঁদের জন্য শুভ।