গ্রহের অবস্থান অনুযায়ী সেপ্টেম্বরে মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। কর্কট রাশিতে অবস্থান করবে শুক্র। আগামী ১৫ সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। সিংহ রাশিতে একসঙ্গে অবস্থান করবে রবি, বুধ এবং কেতু। বুধ ১৫ সেপ্টেম্বর এবং রবি ১৭ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। কন্যা রাশিতে অবস্থান করবে মঙ্গল। আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। মাসের প্রথম দিন বৃশ্চিক রাশিতে অবস্থান করে চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করবে। কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহু এবং মীন রাশিতে শনি। গ্রহের অবস্থানের উপর নির্ভর করে প্রত্যেক রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। সকলেরই কর্মজীবনে কমবেশি বদল আসবে। কেউ বসের মন জয় করতে সক্ষম হবেন, কেউ আবার সহকর্মীদের জন্য সমস্যায় পড়তে পারেন। রাশি মিলিয়ে দেখে নিন কে কেমন ফল পাবেন।
আরও পড়ুন:
সেপ্টেম্বরের কর্মক্ষেত্র:
মেষ রাশি: মেষের কর্মক্ষেত্রের সঙ্গে শুভ গ্রহের দৃষ্টি সম্পর্ক রয়েছে। মাসের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগে বেশি ভাল ফলপ্রাপ্তি ঘটবে। দ্বিতীয় ভাগে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।
বৃষ রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকার ফলে বৃষ রাশি কর্মক্ষেত্রে খুবই ভাল ফল পাবেন। মাসের দ্বিতীয় ভাগে সুফল বৃদ্ধি পাবে।
মিথুন রাশি: মিথুনের কর্মক্ষেত্রে শনির অবস্থান এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম। অপ্রত্যাশিত ঝামেলায় ফেঁসে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সতর্ক থাকুন।
আরও পড়ুন:
কর্কট রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক থাকার ফলে কর্কট রাশির জাতক-জাতিকারা দারুণ ফল লাভ করবেন। চিন্তার কোনও কারণ দেখা যাচ্ছে না।
সিংহ রাশি: সিংহ রাশির ব্যক্তিরা মাসের প্রথম ভাগে কর্মক্ষেত্রে শুভ ফল লাভ করলেও, পরবর্তী ভাগে বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। সচেতন থাকা জরুরি।
কন্যা রাশি: কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান কন্যা রাশিকে খুবই শুভ ফল দান করবে। নিশ্চিন্ত থাকুন।
আরও পড়ুন:
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকারা মাসের প্রথম ভাগে কর্মক্ষেত্রে শুভ ফল লাভ করলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল পাবেন না।
বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে কেতুর অবস্থানের কারণে বৃশ্চিক রাশিকে নানা জটিলতার মুখে পড়তে হবে। সেপ্টেম্বরে এই রাশির কর্মক্ষেত্র ভাল না যাওয়ার আশঙ্কা প্রবল।
ধনু রাশি: ধনুর কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান এবং শনির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম, বিভিন্ন জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
মকর রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় মকর রাশির জাতক-জাতিকারা দারুণ ফল পাবেন। কোনও সমস্যায় জড়ানোর আশঙ্কা নেই।
কুম্ভ রাশি: কুম্ভের কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
মীন রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক থাকায় দারুণ ফলপ্রাপ্তি ঘটবে। আনন্দে থাকুন।