Advertisement
E-Paper

কারও অনুভূতি প্রকাশে সমস্যা, কেউ কঠোর যুক্তিবাদী! জন্মসংখ্যা অনুযায়ী সুখী প্রেমজীবনে বাধ সাধছে কোন খলনায়ক স্বভাব?

জন্মতারিখের ভিত্তিতে প্রতিটি মানুষের মধ্যেই নানা পরিবর্তন দেখা যায়। সেই বিচারে কোনও ব্যক্তির প্রেমজীবন সম্বন্ধেও নানা তথ্যের হদিস দেওয়া যায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৪:১৬
love horoscope

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ অংশ হল সংখ্যাতত্ত্ব। জ্যোতিষশাস্ত্রের গণনা যেমন জটিল ও সময়সাপেক্ষ, সংখ্যাতত্ত্বের গণনা ততটাই সহজ ও তাড়াতাড়ি করে ফেলা যায়। কোনও মানুষের সঠিক জন্মতারিখের সমাহার হল উক্ত মানুষের জন্মসংখ্যা। এ ক্ষেত্রে অনেকে কেবল জন্মদিনের যোগফলকে জন্মসংখ্যা বলে মনে করে নেন। তবে এ ধারণা সম্পূর্ণ ভুল। কোনও মানুষের জন্মসংখ্যা তাঁর জন্মদিন, জন্মমাস ও জন্মবছরের যোগফলকে এক সংখ্যায় পরিণত করলে যেটা বেরোয়, সেটাই। এই জন্মতারিখের ভিত্তিতে প্রতিটি মানুষের মধ্যেই নানা পরিবর্তন দেখা যায়। সেই বিচারে কোনও ব্যক্তির প্রেমজীবন সম্বন্ধেও নানা তথ্যের হদিস দেওয়া যায়। প্রেমের ক্ষেত্রে সকলকেই নানা চড়াই-উতরাই পোহাতে হয়। প্রেম বিষয়ে কার ভাগ্যে খারাপ কী থাকে সেই সম্বন্ধে খোঁজ দিতে পারে আমাদের জন্মসংখ্যা।

১: যে সকল জাতক-জাতিকার জন্মসংখ্যা ১, তাঁরা সঙ্গীকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করেন। সম্পর্কের জন্য নিজের কোনও বিষয়ের সঙ্গে আপস করাই এঁদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এই সকল জাতক-জাতিকারা সর্বদা নিজের মনের মতো করে চলতে ও চালাতে পছন্দ করেন। সেটাই সম্পর্কে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।

২: সংবেদনশীল ২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা সঙ্গীর প্রতি একটু বেশি নির্ভরশীল হয়ে পড়েন। সেটা এঁদের সম্পর্ক তথা এঁদের নিজেদের জন্যও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সঙ্গী এক দিন কথা না বললে এঁদের রাতের ঘুম উড়ে যায়।

৩: ৩ জন্মসংখ্যার ব্যক্তিরা জীবনটাকে মজার ছলে কাটিয়ে দিতে পছন্দ করেন। যে কোনও বিষয় নিয়ে মশকরা করা এঁদের স্বভাব। আর তাঁদের এই স্বভাবই সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কারণ এঁদের সঙ্গীর মনে হয় তাঁদের কোনও সমস্যাই ৩ সংখ্যার জাতক-জাতিকারা গুরুত্ব নিয়ে বোঝার চেষ্টা করেন না।

৪: আবেগগত দিক দিয়ে ৪ জন্মসংখ্যার ব্যক্তিরা বোবা হন। সঙ্গীর প্রতি অগাধ ভালবাসা থাকলেও এঁরা তা স্বীকার করতে চান না। সর্বদা একটা দূরত্ব রেখে চলেন। ফলত সম্পর্কে সমস্যা দেখা দেয়। এঁরা অনুভূতিপ্রবণ হন না।

৫: ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা কথা দিতে ভয় পান। সম্পর্ক পরিণতির দিকে বাঁক নিলেই এঁরা পিছিয়ে আসেন। তবে এঁরা যে সঙ্গীর প্রতি অনুগত হন না বা যত্নে কোনও খামতি রাখেন, তা নয়। কেবল সম্পর্ককে স্বীকারোক্তি দেওয়াতেই এঁদের যত ভয়।

৬: যে সকল জাতক-জাতিকার জন্মসংখ্যা ৬, তাঁরা সম্পর্কে নিজেকে পুরোপুরি সঁপে দেন। সঙ্গীর ব্যক্তিগত সময়ের ধার ধারেন না। সেই কারণে ঝগড়া-অশান্তি লেগেই থাকে।

৭: ৭ জন্মসংখ্যার ব্যক্তিরা সব কিছুর বিচার যুক্তি দিয়ে করে থাকেন। এঁরা বোঝেন না যে সম্পর্কের ক্ষেত্রে যুক্তি সর্বদা খাটে না, কখনও আবেগকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনুভূতিপ্রবণ না হওয়ার জন্য সঙ্গী এঁদের ভুল বোঝেন।

৮: ক্ষমতপিপাসু হন ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। যে কোনও পরিস্থিতিতে এঁরা ক্ষমতায় থাকতে চান। সম্পর্কের ক্ষেত্রেও তাঁদের এই স্বভাবের আঁচ পড়তে দেখা যায়। সেখান থেকেই হয় সমস্যার সূত্রপাত। এঁরা আবেগ ও ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন না।

৯: ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা যে কোনও জিনিস নিজেদের মনে পুষে রেখে দেন। সঙ্গী কোন দিন, কোন সময় তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন সেটা এঁরা বহু কাল পরেও মনে রেখে দেন। পুরনো ঝামেলা টেনে এনে অশান্তি আরও বাড়িয়ে তোলেন। তাই ভালবাসায় এঁদের বার বার ঠোকর খেতে হয়।

Numerology Love Horoscope Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy