যে চান্দ্রমাসে সাধারণত পূর্বাষাঢ়া নক্ষত্রে অথবা তার অব্যবহিত আগের বা পরের নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র আষাঢ়’ মাস বলে। সূর্যের মিথুন রাশিতে স্থিতিকালেই সেটি হওয়ার সম্ভাবনা প্রবল হয়। সেই কারণে সূর্যের মিথুন রাশিতে স্থিতিকালের সময়কে ‘সৌর আষাঢ়’ বলা হয়। আষাঢ় বঙ্গাব্দের তৃতীয় মাস। এই মাসেই সাধারণত বাংলায় বর্ষা প্রবেশ করে। গোটা আষাঢ় জুড়ে রয়েছে নানা পুজো ও বিয়ের দিন। জেনে নিন সেগুলি কবে।
আরও পড়ুন:
আষাঢ় মাসে বিয়ের শুভ দিন:
১ আষাঢ়, ১৬ জুন, সোমবার।
বিয়ে- রাত ১০টা ১৭ মিনিটের মধ্যে ধনু, মকর, কুম্ভ লগ্নে বিয়ে। পুনরায় রাত ১১টা ৩৮ মিনিট গতে ১টা ১৪ মিনিটের মধ্যে মীন ও মেষ লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
১৯ আষাঢ়, ৪ জুলাই, শুক্রবার।
বিয়ে- রাত ৭টা ৭ মিনিট গতে ৯টার মধ্যে মকর ও কুম্ভ লগ্নে বিয়ে। পুনরায় রাত ১০টা ২১ মিনিট গতে ১১টা ৫৯ মিনিটের মধ্যে কুম্ভ ও মীন লগ্নে বিয়ে। পুনরায় রাত ১টা ৩৯ মিনিট গতে বৃষ, মিথুন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
২১ আষাঢ়, ৬ জুলাই, রবিবার।
বিয়ে- রাত ১০টা ৪২ মিনিট গতে ১১টা ৫১ মিনিটের মধ্যে মীন লগ্নে বিয়ে। পুনরায় রাত ২টো ২১ মিনিট গতে বৃষ ও মিথুন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
আরও পড়ুন:
২৭ আষাঢ়, ১২ জুলাই, শনিবার।
বিয়ে- রাত ৭টা ৪ মিনিট গতে ১১টা ২৭ মিনিটের মধ্যে মকর, কুম্ভ ও মীন লগ্নে বিয়ে। পুনরায় রাত ১টা ৭ মিনিট গতে ৩টে ৪২ মিনিটের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।
আষাঢ় মাসের পুজো-উপাচার:
যোগিনী একাদশী:
৭ আষাঢ়, ২২ জুন, রবিবার।
একাদশী তিথি আরম্ভ-
৬ আষাঢ়, ২১ জুন, শনিবার, সকাল ৭টা ২০ মিনিট।
একাদশী তিথি শেষ-
৬ আষাঢ়, ২১ জুন, শনিবার, শেষ রাত ৪টে ২৮ মিনিট।
৭ আষাঢ়, ২২ জুন, রবিবার একাদশী পালন।
অম্বুবাচী:
প্রবৃত্তি (আরম্ভ)-
৭ আষাঢ়, ২২ জুন, রবিবার, সকাল ৬টা ১০ মিনিট।
নিবৃত্তি (শেষ)-
১০ আষাঢ়, ২৫ জুন, বুধবার সন্ধে ৬টা ১০ মিনিট।
আরও পড়ুন:
অমাবস্যা:
৯ আষাঢ়, ২৪ জুন, মঙ্গলবার।
অমাবস্যা তিথি আরম্ভ-
৯ আষাঢ়, ২৪ জুন, মঙ্গলবার রাত ৭টা ১ মিনিট।
অমাবস্যা তিথি শেষ-
১০ আষাঢ়, ২৫ জুন, বুধবার, বিকেল ৪টে ২ মিনিট।
রথযাত্রা:
১২ আষাঢ়, ২৭ জুন, শুক্রবার।
উল্টোরথ- ২০ আষাঢ়, ৫ জুলাই, শনিবার।
শ্রীশ্রী বিপত্তারিণী ব্রত:
১৩ আষাঢ়, ২৮ জুন, বৃহস্পতিবার।
১৬ আষাঢ়, ১ জুলাই, মঙ্গলবার।
ষটপঞ্চমী ব্রত:
১৫ আষাঢ়, ৩০ জুন, সোমবার।
পঞ্চমী তিথি আরম্ভ-
১৪ আষাঢ়, ২৯ জুন, রবিবার, সকাল ৯টা ১৬ মিনিট।
পঞ্চমী তিথি শেষ-
১৫ আষাঢ়, ৩০ জুন, সোমবার, সকাল ৯টা ২৪ মিনিট।
শ্রীশ্রী বিবস্বৎ সপ্তমী এবং শ্রীশ্রী সূর্য পুজো:
১৭ আষাঢ়, ২ জুলাই, বুধবার।
আরও পড়ুন:
শয়ন একাদশী:
২১ আষাঢ়, ৬ জুলাই, রবিবার।
একাদশী তিথি আরম্ভ-
২০ আষাঢ়, ৫ জুলাই, শনিবার, রাত ৭টা।
একাদশী তিথি শেষ-
২১ আষাঢ়, ৬ জুলাই, রবিবার, রাত ৯টা ১৬ মিনিট।
গুরু পূর্ণিমা:
২৫ আষাঢ়, ১০ জুলাই, বৃহস্পতিবার।
পূর্ণিমা তিথি আরম্ভ-
২৪ আষাঢ়, ৯ জুলাই, বুধবার, রাত ১টা ৩৮ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ-
২৫ আষাঢ়, ১০ জুলাই, বৃহস্পতিবার, রাত ২টো ৭ মিনিট।
শ্রীশ্রী নাগপঞ্চমী:
৩০ আষাঢ়, ১৫ জুলাই, মঙ্গলবার।
পঞ্চমী তিথি আরম্ভ-
২৯ আষাঢ়, ১৪ জুলাই, সোমবার, রাত ১২টা ১ মিনিট।
পঞ্চমী তিথি শেষ-
৩০ আষাঢ়, ১৫ জুলাই, মঙ্গলবার, রাত ১০টা ৪০ মিনিট।