Advertisement
E-Paper

ঘুমের জগতে এসে বার বার কড়া নেড়ে যাচ্ছেন সালঙ্কারা সুন্দরী! ভাগ্যের দিশা বদলের সঙ্কেত, কিন্তু তা শুভ না অশুভ?

স্বপ্নে দেখা ঘটনাগুলি কখনও শুভফল দান করতে পারে। আবার কিছু অশুভও হতে পারে। তেমনই স্বপ্নে কোনও মহিলাকে দেখার ভাল এবং খারাপ, দু’টি ফলই রয়েছে৷

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৬:৪০
seeing Beautiful Woman in dream

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

স্বপ্নে আসুক রাজকন্যা। মনে মনে অনেকেই কামনা করেন, বাস্তবে না হোক ঘুমের জগতে বিচরণ করুক সুন্দরী রমণী। স্বপ্নবিজ্ঞান বলে, আমরা স্বপ্নে যা দেখি তা আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। জীবনে ঘটমান বা ঘটতে চলা কিছু ঘটনার পূর্বাভাস দেয় স্বপ্ন। স্বপ্নে দেখা ঘটনাগুলি কখনও শুভফল দান করতে পারে। আবার কিছু অশুভও হতে পারে। কিছু স্বপ্নের আবার সরাসরি ভবিষ্যতের সঙ্গে সংযোগ থাকে বলে মনে করা হয়। তবে বেশির ভাগ স্বপ্নই অবচেতন মনের প্রতিফলন হয়ে ফিরে আসে ঘুমের মধ্যে।

স্বপ্নশাস্ত্র বলছে, স্বপ্নে যদি এক জন সুন্দরী এবং সুসজ্জিত নারী দেখা দেন তবে তা সৌভাগ্য এবং সমৃদ্ধির লক্ষণ। শীঘ্রই আপনার জীবনে সম্পদ, সুখ উপচে পড়বে। এই ধরনের স্বপ্নের দেখা পেলে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মীর শীঘ্রই আগমন ঘটতে চলেছে জীবনে। স্বপ্নে হাস্যোজ্জ্বল রমণীকে দেখা গেলে ব্যবসা বা আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়।

যদি আপনি স্বপ্নে কোনও মহিলাকে গয়না পরে থাকতে দেখেন, তা হলে এর অর্থ হল অসমাপ্ত কাজ সম্পন্ন হতে চলেছে। স্বপ্নবিজ্ঞান অনুসারে, এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে আপনি শীঘ্রই সাফল্য অর্জন করবেন। এক জন সুন্দরী মহিলার সঙ্গে কথোপকথনের স্বপ্ন দেখা শুভ বলে বিবেচিত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যদি স্বপ্নে কোনও মহিলাকে কথা বলতে দেখা যায় তবে সমাজে তাঁর প্রতিপত্তি বৃদ্ধি পায়। শাস্ত্রমতে, এই ধরনের স্বপ্ন সামাজিক সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। মনের সুপ্ত ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এই স্বপ্ন দেখলে।

এর বিপরীতে স্বপ্নে কালো পোশাক পরা কুৎসিত মহিলাকে দেখা অশুভ বলে মনে করা হয়। ভবিষ্যতের জন্যও বেশ খারাপ বার্তা বহন করে আনতে পারে এই স্বপ্ন, এমনটাই বলছে স্বপ্নশাস্ত্র।

Astrolgy Astro Tips Bad Dreams
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy