২৭ অগস্ট ২০২৫, বুধবার গণেশপুজো। মা দুর্গার আগে মর্ত্যে আসেন তাঁর পুত্র গণেশ। কথিত রয়েছে, এই দিন শ্রীগণেশ তাঁর ভক্তদের উপর আশীর্বাদ বর্ষানোর জন্য মর্ত্যে আসেন। প্রভু গণপতির আরাধনায় জীবন থেকে দূর হয় নানা প্রকার সঙ্কট। গণেশের আরাধনা করলে জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। বাড়িতে গণেশপুজো করার মাহাত্ম্য অনেক। বিশেষ কয়েকটি জিনিস রয়েছে যেগুলি গণপতিবাবা খুব পছন্দ করেন। সেগুলি গণেশপুজোয় দেওয়া আবশ্যিক। পুরোহিত ডেকে পুজো না করলেও, বাড়িতে নিজে গণেশপুজো করার সময় এই সকল জিনিসগুলি নিবেদন করলেই হবে। প্রভু খুশি হবেন।
আরও পড়ুন:
কী কী জিনিস নিবেদন করতে হবে?
- লাল রং গণেশের খুব প্রিয়। তাই লাল রঙের যে কোনও ফুল, বিশেষ করে জবা ফুল গণেশের পুজোয় নিবেদন করতে পারলে খুব ভাল হয়। গণেশকে লাল জবার মালাও দেওয়া যেতে পারে।
- একটি ছোট চৌকি ভাল করে ধুয়েমুছে লাল কাপড় পেতে সেটির উপর গণেশকে বসাতে পারেন। এতে গণেশের কৃপা লাভ হয়।
- সংসারে সমৃদ্ধি আনতে গণেশকে নিবেদন করুন পান ও সুপুরি। এরই সঙ্গে গণেশের দু’পাশে ঋদ্ধি-সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপুরি রাখতে পারেন।
আরও পড়ুন:
- গণপতির ভোগে মোদক ও লাড্ডুর সঙ্গে কলা অবশ্যই দেবেন। কলা খেতে গণপতি খুব পছন্দ করেন বলে বিশ্বাস করা হয়।
- গণেশপুজোয় সিঁদুরের ব্যবহার আবশ্যিক। লাল ও কমলা রঙের সিঁদুর দিয়ে গণেশের মাথায় তিলক কাটতে হবে। পুজোর পর সেই সিঁদুরের টিপ বাড়ির সকলের মাথায় পরিয়ে দিতে হবে।
- গণেশের পুজোয় ধূপ-ধুনো অবশ্যই জ্বালতে হবে। সুন্দর গন্ধযুক্ত ধূপকাঠি ব্যবহার করতে পারলে খুব ভাল হয়।